তালামীয নিউজ২৪ :: গন মানুষের সংঘটন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সংযুক্ত আরব আরব আমিরাতের দুবাই, শারজাহ ও আজমান শাখার যৌথ উদ্দ্যোগে গত শুক্রবার ১৫ই জুলাই ২০১৬ইংরেজি বাদ এশা ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

আনজুমানে  আল ইসলাহ শারজাহ শাখার সভাপতি  মাওলানা ছাদিকুর রহমার চৌধুরীর সভাপতিত্বে ও দুবাই শাখার সাংগঠনিক সম্পাদক শেখ রেজা আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আল ইসলাহ আরব আমিরাতের সভাপতি  মাওলানা ক্বারী মতিউর রহমান।

বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাওলানা জয়নুল আবদিন, সহ-সভাপতি সংযুক্ত আরব আমিরাত।
মাওলানা কারী আব্দুস শুকুর, সভাপতি আজমান শাখা।মাওলানা জহির আহমদ, সভাপতি আল-আইন। মাওলানা জাহাঙ্গীর চৌধুরী মামুন, সভাপতি আল-ইয়ার শাখা।কারী  বুরহান উদ্দিন সাধারন সম্পাদক আল- আইন শাখা।
আরো বক্তব্য রাখেন কারী খালেদ আহমদ, সৈয়দ আব্দুল কাদির বক্তব্য, কারী ফয়েজ আহমদ প্রমুখ।

 অনুষ্ঠানেরর শুরুতেই কোরআন তিলাওয়াত করেন-হাফিজ ফয়েজ আহম,  গজল পরিবেশন করেন-হারুন আহমদ,মিটুন আহমদ।
 
Top