তালামীয নিউজ২৪ :: আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা শাখা কতৃক আয়োজিত ঈদ পূনর্মিলনী১৬ইংশুক্রবার বিকাল ৪ঘটিকার সময় ছাতকের ধারন বাজারে অনুষ্ঠিত হয়।উপজেলা সভাপতি আব্দুল মতিন রাজনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তোফায়েল আহমদমিনারের পরিচালনায় শুরুতে কোরআন তিলওয়াত করেন গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউ/পি শাখার সভাপতি মোঃজুয়েল আহমদ।শুভেচ্ছা বক্তব্য রাখেন -ছাতক উত্তর উপজেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃআবু তাহের, অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সহ-সভাপতি হাঃমিছবাহ উদ্দিন ,সহ-সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক -আব্দুল্লাহ আল মামুন,প্রচার সম্পাদক আলী আহমদ নাঈম.অর্থ সম্পাদক জুবায়ের আহমদ সাহান, প্রশিক্ষণ সম্পাদক রাসেল আহমদ,ধারন বাজার আঞ্চলিক শাখারসাংগঠনিক সম্পাদক শহিদ আহমদ,নূতন বাজার দাখিল মাদরাসা শাখার সাধার সম্পাদক ইমাম উদ্দিন,দক্ষিন খুরমা ইউ/পি শাখার সাধারন সম্পাদক-হাসান আহমদ,অর্থ সম্পাদক-আবু সাঈদ খাঁন,হাফিজুর রহমান,হেলাল আহমদ,জাকির হুসাইন,আব্দুল আলিম প্রমু।
অনুষ্ঠান শেষে পরিষদের একটি সাধারন সভা ও হয়।