তালামীয নিউজ ২৪ঃ
বাংলাদেশ  আল-ইসলাহ’র
কেন্দ্রীয় মহা-সচিব আল্লামা অধ্যক্ষ মুফতি এ.কে.এম
মনোওর আলী বলেছেন- মুসলমানদের ঈমান আক্বিদা
ধ্বংস করতে আইএস, আল-কায়দা এবং হিজবুততাহরীরের
মত জঙ্গি সংগঠন তৈরি করেছে ইহুদীবাদীরা।
তারা
শান্তির ধর্ম ইসলামকে কুলোশিত করতে উঠে পড়ে
লেগেছে। এরই দ্বারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন
প্রান্তে জঙ্গিদের মুসলিম পরিচয়ে তুলে ধরে সন্ত্রাসী
কর্মকান্ড চালাচ্ছে। তিনি বলেন, ধর্মীয় শিক্ষায়
শিক্ষিত কোন মুসলমান বিশ্বাস করেনা এভাবে অন্যকে
হত্যা করে সে বেহেস্তে যাবে। বাংলাদেশে সরকারের
আশ্রয় প্রশ্রয়ে থেকে ইহুদীদের দালালরা (লা-মাঝহাবী,
ছালাফি, খারিজি, মৌওদুদিবাদী) সু-পরিকল্পিতভাব
ে ক্ষতিপয় ইলেক্ট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দীর্ঘদিন
থেকে কোরআন হাদিসের অপবেক্ষা করে যাচ্ছে। ধর্মের
অপবেক্ষা থেকেই সন্ত্রাসের সৃষ্টি হয়। তাই সরকারকে
ধর্মের অপবেক্ষাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে
হবে। মুফতি মনোওর আলী আরও বলেন বিশ্ব বরেণ্য পীরে
ক্বামেল আল্লামা ফুলতলী (র.) আজীবন এ ধরণের ধর্মের
অপবেক্ষাকারী ও সন্ত্রাসী গোষ্টির বিরুদ্ধে লড়াই
করে গেছেন। এ লড়াই চালিয়ে যেতে আন্জুমানে আল-
ইসলাহ এবং তালামীযে ইসলামীয়া প্রতিষ্ঠা করে
গেছেন।
তিনি ২৭ জুলাই  বুধবার বিকেলে বিশ্বনাথ আলীয়া মাদ্রাসা
কন্ফারেন্স রুমে উপজেলা তালামীয (দক্ষিণ) আয়োজিত
কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি
এসব কথা বলেন।
শাখা সভাপতি মুহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে
প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামীয়ার
কেন্দ্রীয় সাবেক সভাপতি মাওলানা বেলাল আহমদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক তালামীয নেতা
যুক্তরাজ্য প্রবাসী আবদুল বাছিত শামীম।
 সহ-সাংগঠনিক
সম্পাদক হেলাল আহমদ সেবুল’র পরিচালনায়
বিশেষ
অতিথির বক্তব্য রাখেন উপজেলা আল-ইসলাহ’র সাধারণ
সম্পাদক ফয়জুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটির
সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মহানগর তালামীয
নেতা নুরুজ্জামান রাসেল, পশ্চিম জেলা তালামীয
নেতা আলী আনহার শাহান, ইসলামী ছাত্র সংস্থার
সভাপতি মো. আজিজুর রহমান, সাবেক সভাপতি
আলতাফুর রহমান।
 শুরুতে কোরআন তেলাওয়াত করেন
তালামীয নেতা হুসাইন আহমদ রাজন।
 সংবর্ধিত ছাত্রদের
মধ্যে বক্তব্য দেন দশপাইকা আলিম মাদ্রাসার ছাত্র
হাফিজ মাহদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আল-ইসলাহ’র সভাপতি
মাওলানা আখতার আলী, আল-ইসলাহ নেতা মাওলানা
লুৎফুর রহমান গোয়াহরী, শেখ সাহেদুর রহমান, মাওলানা
সাদিকুর রহমান, মাওলনা আবুল কালাম, শরিফ উদ্দিন,
হাফিজ বদরুল আলম, মাওলানা আব্দুল মুমিন, উপজেলা
তালামীয নেতা হাফিজ মঈনুল ইসলাম, হাফিজ নাঈম,
আজাদুল ইসলাম, কামরুল আশিকী, জাকির, রুহুল আমিন,
সুমন মামুন, গুলজার আহমদ, আব্দুল গফ্ফার, আব্দুল মুমিন,
আশিকুর রহমান সাঈদ, বাবুল, খাজাঞ্চী ইউপি তালামীয
নেতা আবুল লেইছ ও ফরহাদ আহমদ প্রমুখ।
 
Top