তালামীয নিউজ ২৪ঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক ও সুপ্রিম
কোর্ট জামে মসজিদের খতিব আল্লামা আহমদ হাসান চৌধুরী
ফুলতলী বলেছেন, যুগযুগ থেকে আলিম উলামাগণ শিক্ষার
খেদমত করেছেন। ইহকাল ও পরকালের শান্তি অর্জন করতে
হলে ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে। ধর্মীয় শিক্ষাই
মানুষের ইহলৌকিক ও পরলৌকিক মুক্তি আনতে পারে জানিয়ে তিনি
আরও বলেন, বর্তমানে ইসলামেক কুলসিত করতে একটি
গোষ্টি ইসলামের নাম ব্যবহার করে জঙ্গীবাদ করে যাচ্ছে।
ইসলাম জঙ্গীবাদকে সমর্থন করেনা। পবিত্র আল কোরআনে
স্পষ্ট উল্লেখ রয়েছে মানুষ হত্যা শুধু পাপ নয় মহাপাপ।
তিনি গতকাল ২৭ জুলাই বুধবার জকিগঞ্জের থানা বাজার লতিফিয়া দাখিল মাদ্রাসায় নাজাত
ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী
ট্রাস্টের বিভিন্ন সেন্টারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে
বৃত্তি ও সনদ ও বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি
এসব কথা বলেন।
নাজাত ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সভাপতি মাওলানা কামাল আহমদের
সভাপতিত্বে ও কাওছার আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য
রাখেন, সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম,
বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয়
সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, থানাবাজার মাদ্রাসার সুপার মাওলানা শিহাব
উদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি বদরুল হক খসরু, নির্বাহী
সদস্য প্রভাষক আল মামুন, সিলেট মহানগর আনজুমানে আল
ইসলাহের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর, প্রভাষক মাওলানা
ফারুক আহমদ, নাজাত ফাউন্ডেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক
সাইদুর রহমান, আল ইসলাহ নেতা আব্দুল হালিম লিমন, জুবের আহমদ,
উপজেলা তালামিয সাধারণ সম্পাদক এহসান আহমদ শামিম প্রমূখ।
অনুষ্টানের শুরুতে পবিত্র কেরাত পাঠ করে শিক্ষার্থী আব্দুল
কাদির ও নাতে রাসুল সা. পাঠ করে সেলিম আহমদ। অনুষ্টান শেষে
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদ তুলে দেন।

 
Top