প্রকৃত ইসলামী শিক্ষা অর্জনের জন্য মা-বাবার আনুগত্য ও খাঁটি ওস্তাদের সাহচর্য্য প্রয়োজন------মুফতি গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী
তালামীয নিউজ২৪ ::গতকাল সোমবার (২৫.৭.১৬ইং) ঐতিহ্যবাহী বুরাইয়া কামিল [এম.ম] মাদরাসা'র ২০১৬-১৭ ইং সেশনের আলিম ১ম বর্ষের"নবীনবরণ ও সবক প্রদান অনুষ্ঠান"-এ প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ.)'র সুযোগ্য উত্তরসুরী আল্লামা মুফতি গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী বলেন-কুরআন হাদীসের শিক্ষা অর্জন করতে হলে আগে প্রয়োজন নিয়ত পরিশুদ্ধ করা। মা-বাবা আনুগত্য সন্তান হয়ে খাটি ওস্তাদের দ্বারস্থ হয়েই ইসলামী শিক্ষা পরিপুর্ণভাবে অর্জন করা সম্ভব।মাদরাসা'র সাবেক আরবি প্রভাষক মাওঃ আব্দুল কাদির ঘোড়াডুম্বুরী হুজুরের সভাপতিত্বে ও মাদরাসা'র প্রভাষক (ইসলামের ইতিহাস) মোঃ আব্দুল ওয়াহাব-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদরাসা'র উপাধ্যক্ষ মাওঃ সিরাজুল ইসলাম ফারুক্বী, কামিল ১ম বর্ষের ছাত্র মোঃ নুর হোসেন, আলিম ২য় দ্বিতীয় বর্ষেরছাত্র আবু হেনা মোঃ ইয়াসিন।নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন ও মোঃ মাসুদুর রহমান।মাদরাসা'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ নুরুর রহমান, প্রধান মুহাদ্দীস মাওঃ ছালেহ আহমদ বেতকোনী, মুহাদ্দিস মাওঃ হাবিবুর রহমান-সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিংগেরকাছ আলিম মাদরাসা'র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওঃ মোঃ নুর উদ্দিন, সহকারী অধ্যাপক মাওঃ আব্দুল হান্নান, অত্র মাদরসা'র অধ্যাপক (বাংলা) মোঃ আবু হানিফা, আরবি প্রভাষক মাওঃ আবু সালেহ মোঃ নিজাম উদ্দীন, মাওঃ আবুল কালাম, প্রভাষক(ইংরেজি)কবির আহমদ, সিংগেরকাছ আলিম মাদরাসা'র আরবি প্রভাষক মাওঃ কবির আহমদ ও অত্র মাদরাসা'র সিনিয়র-জুনিয়র সকল শিক্ষকবৃন্দ।নবীন ছাত্র আব্দুর রহমান-এর কুরআন তিলাওয়াত ও আব্দুস সালাম-এর গজল পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শেযে দোয়া পরিচালনা করেন মুহতারাম প্রধান অতিথি।উল্লেখ্য: অনুষ্ঠানে মরহুম তৈমুছ আলী ও খলিকুন নেছা মেধাবৃত্তি প্রধান করা হয়।