তালামীয নিউজ২৪ ::বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসাইন জাহেদ বলেছেন, আউলিয়ায়ে কেরামের পূণ্যভূমী এই দেশ পরমত সহনশীলতার এক মডেল ছিল, যেখানে উগ্রবাদ আর জঙ্গীবাদের কোন ঠাই ছিল না। সেই শান্তির জনপদে যে সব টিভি চ্যানেল আর বক্তার উস্কানিতে জঙ্গীবাদের উত্থান হয়েছে তাদের বিরুদ্ধে সরকারকে আরো কঠোর হতে হবে। একই সাথে ইসলামের সঠিক শিক্ষার প্রসারে স্কুল, কলেজ মাদ্রাসার পাঠ্যসূচীতে ইসলামী শিক্ষার ব্যপারে আরো যতœবান হতে হবে। বর্তমান ইসলাম বিরুধী পাঠ্যসূচী ভবিষতে আরো উগ্রবাদের জন্মদিতে পারে আশংকা প্রকাশ করে তিনি বলেন সরকারকে অতি তাড়াতাড়ি হিন্দুত্ববাদী এবং নাস্তিক্যবাদী এই পাঠসূচী বাদ দিয়ে সর্বমহলে গ্রহণযোগ্য পাঠ্যসূচী প্রণয়ন করতে হবে।
সোমবার (২৫ জুলাই'১৬) বিশ্বনাথ রাজাগঞ্জ বাজারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার খাজাঞ্চী ইউনিয়ন শাখা আয়োজিত এস.এস.সি/দাখিল উত্তীর্ণ কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
খাজাঞ্চী ইউপি তালামীযের সভাপতি হাফিয আবুল লেইছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুতুব আল ফরহাদ এর পরিচালনায় এবং আবুল খায়ের মোঃ রিদওয়ানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ উসমান গণী, উদ্বোধন ঘোষণা করেন এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবুল ফজল মোঃ আহমদ হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যন তালুকদার গিয়াস উদ্দীন, তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সদস্য মোঃ মারুফ হোসাইন, সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ-সভাপতি ফয়েজ আহমদ তাজীর, আনজুমানে আল ইসলাহ লামাকাজী ইউপি সভাপতি মাওলানা হরমুজ আলী, বিশ্বনাথ (উত্তর) তালামীযের সাবেক সভাপতি মাওলানা মোসাদ্দিক হোসেন হাবীব, বেবী কেয়ার একাডেমীর ডিরেক্টর মুহিবুর রহমান সুইট, সিলেট পশ্চিম জেলা তালামীযের অর্থ সম্পাদক আলী আনহার শাহান, তালামীয বিশ্বনাথ (উত্তর) উপজেলা শাখার সভাপতি শাহীন আহমদ, বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম ও উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা কামরুল হুদা। বুরাইয়া কামিল মাদ্রাসার ছাত্র তালামিয নেতা আবুহেনা ইয়াসিন..
এসময় আরো উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড এর মেম্বার সিরাজ উদ্দীন, ৫নং ওয়ার্ড এর মেম্বার আমীর উদ্দীন, আত তাকওয়া ইসলামী সংস্থার সাবেক সভাপতি জিয়াউর রহমান, ইউপি তালামীযের সাবেক সংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ রুবেল, সাবেক তালামীয নেতা প্রবাসী হাবিবুর রহমান হাবীব ও দুলাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত কৃতি ছাত্রদের মধ্যে ক্রেস্ট ও অভিনন্দনপত্র বিতরণ করা হয়।