আনজুমানে আল ইসলাহ মাদ্রিদ,স্পেন এর উদ্দোগে এক আলোচনা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়,মাও:আসাদুজজামান এর সভাপতিততে ও মাও:খলিলুর রহমান এর পরিচালনায় পবিত্র কালাম থেকে তিলায়ত শাহজালাল লতিফিয়া ফুলতলী মসজিদের ইমাম মাও:আতিকুর রহমান শুভেচ্ছা ব্ক্তব্য রাখেন মাহবুবুর রহমান,সাংগঠনিক সম্পাদক আনজুমানে আল ইসলাহ,ব্ক্তব্য রাখেন মাও:আজমল হোসেন সিনিয়র সহ-সাধারন সম্পাদক আল ইসলাহ মাদ্রিদ ইংলিশ ব্ক্তব্য
রাখেন মাও:এম.আবুল কালাম (শিবলু) ইমাম শাহ জালাল লতিফিয়া ফুলতলী মাসজিদ ব্ক্তব্য রাখেন গ্রেটার সিলেট এর সম্মানিত সভাপতি মো:লুৎফুর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক মো:জহিরুল ইসলাম,ব্ক্তব্য রাখেন মাও:মুজিবুর রহমান,কারী আং কুদ্দুস জকিগঞ্জ এসোসিয়ন এর সভাপতি আহমদ আসাদ (সাদ), রাসেল আহমদ ও মাও:আবু তাহের মিছবাহ,নাজমুল ইসলাম নাজু নজরুল ইসলাম,
উপস্তিত ছিলেন হবিগঞ্জ এসোসিয়সন এর সভাপতি সাইফুল আলম,ও বিশিষ্ট সাংবাদিক বকুল খান,সাংবাদিক সাইফুল ইসলাম,আং জব্বার তালুক দার ,ইসলাম উদ্দিন,ছালিক আহমদ, কারী এনাম আহমদ প্রমুখ।
পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে শেষ হয়।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook