১লা অক্টোবর, রবিবার, বিকাল ৩:০০ ঘটিকার সময় শহরের আলালপূর আত্তর খান হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে পবিত্র আশুরা'র তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মোঃ শাহজাহান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খলিফায়ে ফুলতলী আলহাজ্ব হাফিয মহসিন খান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সহ- শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আল- ইসলাহ'র সহ- সভাপতি মাওলানা আবু আইয়ুব আনসারী, উপজেলা তালামীযের সাবেক আহবায়ক এম আতিকুর রহমান আখই,সাবেক সভাপতি এবাদুর রহমান,কাতার আল- ইসলাহ'র সাহিত্য সম্পাদক মাছুম আহমেদ।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সিনিয়র সহ সভাপতি আশরাফুল ইসলাম আবুল, সহ সভাপতি আব্দুস শুকুর সরকুম,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, অর্থ সম্পাদক রেদওয়ান বখস রাহাদ, তালামীয নেতা হাফিয নজরুল ইসলাম, মোঃ বদরুল ইসলাম, রেহমান আহমেদ, শুভ আহমেদ, আবুল কাশেম রাসেল, হোসাইন আহমেদ সুমন,রায়হানুর রহমান, জামিল আহমেদ, মিসকাত আহমেদ প্রমুখ।
হোম
»
উপজেলা তালামীয
» কুলাউড়ায় উপজেলা তালামীযের আয়োজনে পবিত্র আশুরা'র তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Bet on Sports | DrMCD
উত্তরমুছুনOnline Sports 계룡 출장샵 Betting - Learn about Bet on 구미 출장샵 Sports, Odds & Gambling. Find out how to get started betting on Sports & 의왕 출장샵 get a no 의왕 출장안마 deposit bonus when 영천 출장안마 you join today!