বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২০১৭-১৮ সেশনের কাউন্সিল ১৫ অক্টোবর রবিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোঁরায় অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলে মো. আইনুল হক সভাপতি ও মো. আব্দুস সামাদ চৌধুরী সাধারণ সম্পাদক এবং মাজহারুল ইসলাম সোহেলকে সাংগঠনিক সম্পাদক করে ২০১৭-১৮ সেশনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
চবি তালামীযের সভাপতি ছালিক আহমদের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠানে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ কাওছার আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বেলাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা তালামীযের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম।
কাউন্সিলে সহ-সভাপতি পদে আবুল হাসান মকছুছ, সহ-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শরীফ, প্রচার সম্পাদক শামছুদ্দীন শিমুল, অর্থ সম্পাদক মো. নিজাম উদ্দীন, অফিস সম্পাদক মাহমুদুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক গোলাম কিবরিয়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জোবায়ের আহমদকে নির্বচিত করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook