তালামীয নিউজ ২৪ঃ
বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহর
কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন
চৌধুরী ফুলতলী বলেন, আউলিয়ায়ে
কেরামের উত্তরসুরীরা কখনো জঙ্গি হতে
পারে না। যারা মাযহাব মানে তারাই
ইসলামের মূল ধারার উপর প্রতিষ্ঠিত।
তিনি আরো বলেন, জঙ্গিবাদ একটি
আন্তর্জাতিক সমস্যা। পৃথিবীর বিভিন্ন
রাষ্ট্রে এখন জঙ্গি হামলা হচ্ছে। হিন্দু,
বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যে কেউ জঙ্গি
কার্যক্রম পরিচালনা করতে পারে।
জঙ্গিদের পরিচয় জঙ্গি। তাদের কোন ধর্ম
নেই।
আজ সন্ধ্যায় পূর্বদিক ফাউন্ডেশনের
আয়োজনে মৌলভীবাজারে ‘প্রসঙ্গ-
জঙ্গিবাদ ও ইসলাম : প্রেক্ষিত
বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান
অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
আল্লামা হুছামুদ্দীন চৌধুরী বলেন,
আরাকানে পৃথিবীর বিভৎসতম কায়দায়
মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। ভিডিও
ফুটেজে তা দেখা যাচ্ছে। প্রতিবেশি
রাষ্ট্র ভারতে গরুর চামড়া বহন করার দায়ে
মুসলিম যুবকদের উলঙ্গ করে নির্যাতন করা
হচ্ছে। এসব ফুটেজ দেখে মুসলিম তরুণদের
সেন্টিমেন্ট বিগড়ে যাচ্ছে। এর দায় কে
নেবে?
আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
সরকারকে পরামর্শ দিয়ে বলেন ইন্টারনেট
ভিত্তিক সামাজিক যোগাযোগ
মাধ্যমগুলোর উপর সেন্সর আরোপ করতে।
তিনি পিস টিভি বন্ধ করায় সরকারকে
ধন্যবাদ জানিয়ে বলেন এখন পিস টিভির
বক্তাদের গ্রেফতার করলে অনেক ক্লু
বেরিয়ে আসবে।
তিনি ভারতীয় চ্যানেল স্টার জলসা, জি
বাংলা, জি সিনেমা বন্ধ করতে সরকারের
প্রতি আহবান জানান। তিনি বলেন চরিত্র
বিধ্বংসী চ্যানেল বন্ধ না করে শুধুমাত্র
পিস টিভি বন্ধ করলে সমস্যার সমাধান হবে
না।
আল্লামা হুছামুদ্দীন চৌধুরী গুলশান ও
শোলাকিয়ায় হামলার নিন্দা জানিয়ে
বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মুকাবিলায়
রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত গঠন
করতে হবে। প্রশাসনকে জঙ্গি
প্রোডাকশনের জায়গায় হাত দিতে হবে।
শুধু অস্ত্র উদ্ধার করেই জঙ্গিবাদ রোধ করা
যাবে না।
তিনি বলেন, আল্লাহর রাসূল (সা.) বলেছেন
আমার অনুসারীরা ৭৩ দল হবে। এক দল ছাড়া
বাকী সবাই গোমরাহ। ইসলামের নামে
যারা জঙ্গি হামলা করে তারা ইসলামের
মূল ধারার কেউ নয়। এরা গোমরাহ। এদের
কৃতকর্মের দায় ইসলামের মূলধারার উপর
বর্তাবে না।
সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সম্পাদক
মুজাহিদ আহমদের সভাপতিত্বে ও সহযোগী
সম্পাদক সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের
পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ
উপস্থাপন করেন অ্যাডভোকেট আবু তাহের,
কোরআন তেলাওয়াত করেন শেখ কাদির আল
হাসান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার
মোহাম্মদ খায়রুল আলম, মৌলভীবাজার
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
নেছার আহমদ, তালামীযের কেন্দ্রীয়
সভাপতি মোঃ ফখরুল ইসলাম,
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের
ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর
রহমান টিপু, সিনিয়র সাংবাদিক সরওয়ার
আহমদ, নাজিরাবাদ ইউপি চেয়ারম্যান
এনামুল হক রাজা প্রমুখ।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার
মোহাম্মদ খায়রুল আলম তার বক্তব্যে বলেন,
জঙ্গিবাদ রোধে পুলিশ প্রশাসন রাত দিন
কাজ করছে। প্রতিটি মুহূর্তে সন্দেহজনক
ব্যক্তি ও জায়গায় নজরদারী করা হচ্ছে।
তিনি শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখার কথা
জানিয়ে বলেন, কোন শিক্ষার্থী যদি
একাধারে অনুপস্থিত থাকে তবে তার
খোঁজ খবর নিয়ে প্রশাসনকে অবগত করতে
হবে।
তিনি যে কোন অপ্রীতিকর পরিস্থিতিতে
পুলিশকে অবগত করার পরামর্শ দিয়ে বলেন
২৪ ঘণ্টা পুলিশ দায়িত্ব পালন করছে। যে
কোন প্রয়োজনে ফোন দিলে পুলিশ
পৌঁছাবে।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক নেছার আহমদ বলেন,
জঙ্গি কার্যক্রমের মদদদাতা কে সেটা
আগে খোঁজে বের করতে হবে।
বাংলাদেশে চলমান জঙ্গিবাদের মূল
হোতা কারা তাদের চিহ্নিত করতে হবে।
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয়
সভাপতি মো. ফখরুল ইসলাম বলেন, শান্তির
ধর্ম ইসলাম। ইসলামকে নিয়ে যড়যন্ত্র করছে
ইহুদীরা। এর ফাঁদে পা দিচ্ছে কিছু
বিপথগামী মুসলিম তরুনরা। এদের সাথে
ইসলামের কোন সম্পর্ক নেই বলে তিনি
মন্তব্য করেন।
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের
ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর
রহমান টিপু বলেন, পবিত্র কোরআন ও
হাদীসে অন্যায়ভাবে মানুষ হত্যা করতে
নিষেধ করা হয়েছে। আউলিয়া কেরামের
উত্তরসুরীরা এখন পর্যন্ত কোন জঙ্গি
কার্যক্রমের সাথে জড়িত আছে এমন প্রমাণ
নেই।
সেমিনারে উপস্থিত ছিলেন
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র
সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম,
সমাজসেবক এখলাছুর রহমান, একাটুনা ইউপি
চেয়ারম্যান আলহাজ আবু সুফিয়ান,
সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ সম্পাদক
অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল,
মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি
মাসুদ আহমদ, বাংলনিউজটোয়েন্টিফোর
ডটকমের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান
রাহেল, হাফিয আবুল হুসেন, পশ্চিমবাজার
জামে মসজিদের ইমাম হাফিয
শিহাবুদ্দীন, উত্তরমুলাইম আলিম
মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা রুহুল
আমিন, সৈয়দ শাহ মোস্তফা দরগা জামে
মসজিদের সানী ইমাম হাফিয বজলুর
রহমান, কুসুমবাগ বাসস্ট্যান্ড মসজিদের
ইমাম মাওলানা আব্দুল কাদির,
মৌলভীবাজার সদর উপজেলা আল ইসলাহ’র
সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত
হোসাইন, মৌলভীবাজার পৌর আল
ইসলাহ’র সাধারণ সম্পাদক মো: কামাল
উদ্দিন, কেন্দ্রীয় তালামীযের অর্থ
সম্পাদক কাউছার আহমদ, সহ অফিস সম্পাদক
ওয়ালিউর রহমান সানী, জেলা
তালামীযের সাবেক সভাপতি শফিকুল
আলম সুহেল, সাবেক তালামীয নেতা মো.
জহিরুল ইসলাম. মৌলভীবাজার
তালামীযের সভাপতি জায়েদ আহমদ
চৌধুরী, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন
কামরান, সদর উপজেলা তালামীযের
সভাপতি রাজন আহমদ, মৌলভীবাজার
সরকারি কলেজ তালামীযের সভাপতি
শফিউল আলম, মৌলভীবাজার টাউন কামিল
মাদ্রাসা তালামীযের সাধারণ সম্পাদক
আফসার ইবনে রহিম।
হোম
»
ফুলতলী সিলসিলার অন্যান্য সংবাদ
» আউলিয়ায়ে কেরামের উত্তরসুরীরা কখনো
জঙ্গি হতে পারে না
--------আল্লামা হুছামুদ্দীন চৌধুরী
ফুলতলী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook