তালামীয নিউজ ২৪:: গতকাল বৃহঃবার জগন্নাথপুর পৌর তালামীযের উদ্দ্যোগে ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় সন্ত্রাস বিরোধী সেমিনার অনুষ্টিত হয়। জগন্নাথপুর পৌর তালামীযের সভাপতি ইকবাল হুসেনের সভাপতিত্বে ও পৌর তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ মুহাম্মদ আবুল কালাম এর পরিচালনায়,সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইকড়ছই সিনিয়র মাদ্রাসার প্রফেসর (ইসলামের ইতিহাস)জনাব আব্দুল হাদী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,,সহ-সভাপতি,কাওছার আহমদ,অফিস সম্পাদক জহিরুল ইসলাম মুন্না,প্রশিক্ষন সম্পাদক,হাফিজ ইয়াকুব আলী,প্রচার সম্পাদক,হাফিজ মুহি উদ্দিন এবং শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক,ইকবাল হুসাইন এবং ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সকল শিক্ষার্থী বৃন্দ ৷
প্রধান অতিথি প্রফেসর আব্দুল হাদী তাঁর বক্তৃতায় বলেন -ইসলামে সন্ত্রাসের কোন স্থান নেই,যারা ইসলামের নামে সন্ত্রাস করে তারা মুসলমান নয়,এরা ইসলামের লেবাস পরে ইসলামকে কলঙ্খিত করার চেষ্টা করছে,ইসলামের সূচনা লগ্নে থেকেই এই ধরনের মুনাফেক সম্প্রদায় ছিল,এরা সবসময় ইসলামের ক্ষতি করতে চেয়েছিল,এখনো আছে,এদের থেকে তিনি ছাত্র সমাজকে দূরে থাকতে বলেন এবং ছাত্র সমাজকে নবী করিম (সাঃ)এর আদর্শে জীবন গঠনের জন্য এবং সন্ত্রাসকে ঘৃনা করার জন্য তিনি উদ্বুদ্ধ করেন৷
প্রধান অতিথি প্রফেসর আব্দুল হাদী তাঁর বক্তৃতায় বলেন -ইসলামে সন্ত্রাসের কোন স্থান নেই,যারা ইসলামের নামে সন্ত্রাস করে তারা মুসলমান নয়,এরা ইসলামের লেবাস পরে ইসলামকে কলঙ্খিত করার চেষ্টা করছে,ইসলামের সূচনা লগ্নে থেকেই এই ধরনের মুনাফেক সম্প্রদায় ছিল,এরা সবসময় ইসলামের ক্ষতি করতে চেয়েছিল,এখনো আছে,এদের থেকে তিনি ছাত্র সমাজকে দূরে থাকতে বলেন এবং ছাত্র সমাজকে নবী করিম (সাঃ)এর আদর্শে জীবন গঠনের জন্য এবং সন্ত্রাসকে ঘৃনা করার জন্য তিনি উদ্বুদ্ধ করেন৷