তালামীয নিউজ২৪ ::বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রিয় সহ-সভাপতি ছাত্রনেতা মুহা: শরীফ উদ্দিন বলেছেন বর্তমান বিশ্বে জঙ্গী,সন্ত্রাস,হত্যা সংগঠিত হওয়ার মূলে রয়েছে অনৈতিক অমানবিক দৃষ্টি ভঙ্গি। সাম্রাজ্যবাদ সানমানসিকতা সম্পদের প্রতি লোলুপ দৃষ্টি প্রভাব পতি পত্তি নিয়ে অশোভ প্রতিযোগিতার কারনে আজ সারা বিশ্বে সন্ত্রাস জঙ্গি মাথাছাড়া দিয়ে উঠেছে। যারা এই অশোভ প্রতিযোগিতা ছেড়ে আল্লাহ ও তার রাসুলের পথে চলে তারাই সফলকাম হবে। তিনি গত ২৬জুলাই২০১৬ইং,বুধবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক দক্ষিণ উপজেলার দাখিল ও এস.এস.সি. উর্ত্তীণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা সভাপতি মোঃ মুহাইমিনুল হক এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম এর পরিচালনায় অনুষ্ঠানের শুর”তে পবিত্র কোরআন শরীফ থেকে তিলায়াত করেন উপজেলার সহ-প্রশিক্ষণ সম্পাদক হা: আনোয়ার হোসাইন রানা, স্বাগত বক্তব্য রাখেন উপজেলার প্রশিক্ষণ সম্পাদক আবু হেনা মোঃ ইয়াছিন, অনুষ্ঠানে প্রধান বক্তাহিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ্ এর কেন্দ্রিয় তথ্য ও গবেষনাসম্পাদক আল্লামা সিরাজুল ইসলাম ফার”কী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালামীযের সাবেক কেন্দ্রিয় শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক হা: আবুল ফজল মোঃ ত্বোহা, তালামীযের কেন্দ্রিয় সদস্য সুহাইল আহমদ তালুকদার, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ সভাপতি হা: নেছার আহমদ সাকি, সাধারণ সম্পাদক হা:রফিকুল ইসলাম তালুকদার, জনতা মহা বিদ্যালয়ের ইংরেজী প্রভাষক মোঃ র”হুল করিম শিবলু, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের দায়িত্বশীল মোঃ মাসুক আলী, জুবেদ আহমদ, শিরন আহমদ, হাঃ ছায়েম আহমদ, মুজাহিদ আলী, তারেক আহমদ রাজু, আমির উদ্দিন সহ অনান্য দায়িত্বশীল বৃন্দ। অনুষ্ঠানে দাখিল / এস.এস.সি. কৃতি শিক্ষাথীদের হাতে ক্রেষ্ট, সনদপত্র ও তালামীযের পরিচিতি তুলে দেন প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ অতিথি বৃন্দ।