তালামীয নিউজ ২৪ঃ উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)-এর হাতেগড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ২০১৬-২০১৭ সেশনের মৌলভীবাজার জেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় জেলা তালামীযের কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র মুহতারাম সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মুহতারাম সাধারণ সম্পাদক রেদ্বওয়ান আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু।

সদ্য সাবেক সভাপতি জায়েদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন কামরানের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তালামীযের  অর্থ সম্পাদক হাফিজ কাউছার আহমদ, সহ-অফিস সম্পাদক অলিউর রহমান সানী,ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,সাবেক জেলা সভাপতি মাওলানা শফিকুল আলম সুহেল ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে অজিউর রহমান আসাদ কে সভাপতি ও এম এ জলিলকে সাধারণ সম্পাদক এবং মুজাহিদ আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৩ সদস্য বিশিষ্ট ২০১৬-১৭ সেশনের নতুন কার্যকরী কমিঠি  ঘোষণা করা হয়।

পরিষদের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ-সভাপতি মোহাম্মদ নিলুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক  শেখ কাদের আল হাসান,
প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজিদুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক রাজন আহমেদ , অফিস সম্পাদক
মাহমুদ আলী, সহ-অফিস সম্পাদক নজরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক শফিউল আলম জুবেল, সহ-প্রশিক্ষণ সম্পাদক কাউসার আহমেদ ,
শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন,
সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু জাফর রিফন, তথ্য ও
প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেদ্বওয়ানুল ইসলাম, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ মকসুদ জুনেদ সদস্য- মকবুল হোসেন, মামুনুর রশীদ, মাহমুদুর রহমান চৌধুরী, আবুল কাশেম,আফছার আহমদ, জাহিদুল ইসলাম,মিছবাহ আহমদ,গৌছুজ্জামান,  সাইফুল ইসলাম,মুজিব আজহার,  শাহ জাহান আলম, শাহেদ আহমদ, মোহাম্মদ আলী ও আব্দুল মুহাইমিন ফাহাদ।
 
Top