তালামীয নিউজ২৪ ::অপসংস্কৃতির মাধ্যমে
দেশে সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে। সন্ত্রাস জঙ্গিবাদ
ঠেকাতে শুধু পীস টিভি, বিদেশি চ্যানেল
নয়, ‘বিবস্ত্র চ্যানেল’ও বন্ধ করতে
হবে বলে দাবি জানিয়েছেন বাংলাদেশ
আনজুমানে আল ইসলাহ এর মহাসচিব একে এম
মনোওর আলী।
তিনি গতকাল ২৪ জুলাই রবিবার রাজধানীর
কৃষিবিদ ইনস্টিটিউট। মিলনায়তনে মাদ্রাসা
শিক্ষা বোর্ড
আয়োজিত ‘জঙ্গি প্রতিরোধে মাদ্রাসা
শিক্ষকদের করণীয়’ শীর্ষক মতবিনিময়
সভায় বিষেশ অথিতির বক্তব্য প্রদানকালে এ
দাবি জানান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ময়মনসিংয়ের মোমেনশাহী ডিএস কমিল
মাদ্রাসার অধ্যক্ষ ড. ইদ্রিস খান বলেন,
মাদ্রাসার ছাত্ররা কুরআন-হাদিস বুঝে, সে
কারণে তারা বিপথগামী হয়নি। এ পর্যন্ত
কোনও নৃশংসতায় আলাদাভাবে মাদ্রাসার
কোনও ছাত্র-শিক্ষককে পাওয়া যায়নি
বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন,
যারা যেসময় এদেশ নিয়ে বাড়াবাড়ি
করেছে, এদেশের মানুষ তাদের রুখে
দিয়েছে। এবারও বাংলার মাটিতে
জঙ্গিদের দাফন করা হবে।
ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ
সরকার কফিল
উদ্দিন সালেহি বলেন, জঙ্গিবাদ নিয়ে বই
প্রণয়ন
করা দরকার। যেখানে জিহাদের পরিপূর্ণ
আলোচনা থাকবে। নৈতিক শিক্ষার
প্রচারণা বাড়াতে হবে। এর জন্য টিভিতে
বিনোদনের অনুষ্ঠান কমিয়ে শিক্ষামূলক
অনুষ্ঠান বাড়ানো জরুরি।
শিক্ষক প্রতিনিধিদের মধ্যে আরও বক্তব্য
রাখেন রাজশাহী অঞ্চলের মদীনাতুল উলুম
কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোকাদ্দাসুল
ইসলাম, খুলনা অঞ্চলের খুলনা আরিয়া
কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের
মুহাম্মদ জাকারিয়া, বরিশাল অঞ্চলের
বায়তুল হুদা কামিল মাদ্রাসার সুপার ফারুক
আহমেদ হাওলাদার, ফেনী অঞ্চলের
ছাগলনাইয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ
হোসেন আহমেদ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত
চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েফ
উল্লাহ স্বাগত বক্তব্যে শিক্ষকদের
উদ্দেশ্যে বলেন, নেতৃত্বের পাশপাশি
শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের
শিক্ষায় শিক্ষিত করতে হবে।
শিক্ষার্থীরা যেন সঠিক জ্ঞান ইয়অর্জন
করার মধ্যে দিয়ে ভুল বিষয়গুলো বুঝতে
পারে এবং ধংসযজ্ঞ থেকে বিরত থাকে।
শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
জানিয়ে তিনি আরও বলেন, সবার ঐক্যবদ্ধ
শক্তি দিয়ে এদেশেই জঙ্গিবাদের
নৃশংসতা দাফন করতে পারবো, ইনশাল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেন, শিক্ষাসচিব মো.
সোহরাব হোসাইন, অতিরিক্ত শিক্ষাসচিব
(উন্নয়ন) এএস মাহমুদ, অতিরিক্ত
শিক্ষাসচিব (মাদরাসা) এসএম এহসান
কবীর, জমিয়াতুল মুদারেচ্ছিন
বাংলাদেশের মহাসচিব সাব্বির আহমেদ
মোমতাজি, মাদরাসা অধিদপ্তরের
মহাপরিচালক দেলোয়ার হোসেন।

 
Top