স্টাফ রিপোর্টারঃ যামানার মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব ক্বিবলাহ ফুলতলী (রহঃ) এর হাতেগড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার অভিষেক অনুষ্টান
আজ ১৫ আগষ্ট সোমবার জুড়ী তালামীযের অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়।
উপজেলা তালামীযের সভাপতি এম এ মকসুদ জুনেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম কামরুল ইসলামের পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা তালামীযের সাবেক সভাপতি কাজী মাওঃ ময়নুল ইসলাম
তিনি তার বক্তব্যে বলেন- তালামীয কর্মীরা কোনদিন নেতা হবার জন্য কাজ করে করেনা
তারা নেতৃত্ব চায়না তারা চায় সমাজে শান্তি সুখ প্রতিষ্ঠা করতে
তালামীয কর্মীদের মূল লক্ষ্য হল আল্লাহ ও রাসুল (সাঃ) এর সন্তুষ্টি
উপজেলা তালামীযের সহ প্রশিক্ষণ সম্পাদক হাঃ ফারহান হোসাইনের কোরআন তিলাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মিজানুর রহমান পাবেলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে বক্তব্য রাখেন
জুড়ী উপজেলা তালামীযের সহ সভাপতি ইমরান চৌধুরী শাফি
হাঃ আমিনুল ইসলাম সুমন
যুগ্ন সাধারণ সম্পাদক
হাঃ আইনুদ্দীন আলী
সাংগঠনিক সম্পাদক
এম জয়নাল আরিফ
সহ সাংগঠনিক সম্পাদক
নজরুল ইসলাম খামিছ
প্রচার সম্পাদক
এইচ এম জামাদুল ইসলাম
শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমরান হোসাইন
সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ফয়জুল ইসলাম
উক্ত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন
উপজেলা তালামীযের সহ প্রচার সম্পাদক হাঃ শাহিন আহমদ
অর্থ সম্পাদক হাফিজুর রহমান
অফিস সম্পাদক বেলাল হোসাইন
সহ অফিস সম্পাদক হাঃ লুৎফুর রহমান
সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ
উপজেলা তালামীযের সদস্য
সেবুল আহমদ, আবু সাইদ শরীফ,মাসুম আহমদ, সাদিকুর রহমান খান,আল মাহমুদ জিলান প্রমুখ।
হোম
»
উপজেলা তালামীয
» নেতৃত্ব নয় আল্লাহ ও রাসূল (সাঃ) এর সন্তুষ্টি হল তালামীযের কর্মীদের মূল লক্ষ্য- কাজী মাওঃ ময়নুল ইসলাম