তালামীয নিউজ ২৪ ::জামানার শ্রেষ্ট মুজাদ্দিদ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহ: এর হাতেগড়া সংগঠন আনজুমানে আল ইসলাহ ইউ কে হেকনী শাখার আহবায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
গত ১১আগষ্ট১৬ইং বৃহস্পতিবার হেকনী এলাকার একটি সেন্টারে আন্জুমানে আল ইসলাহ ইউকে হেকনী শাখা গঠন উপলক্ষে এক সভা বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব মোঃ তারাক হোসেনের সভাপতিত্বে ও আলহাজ্ব মোঃ আবুল খয়ের নুমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন  আন্জুমানে আল ইসলাহ ইউকে গ্রেটার লন্ডন ডিভিশনের জেনারেল সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব সিরাজ উদ্দিন আহমেদ (মানিক মিয়া)।
 সভায় সর্বসম্মতিক্রমে নয় সদস্য বিশিষ্ট আন্জুমানে আল ইসলাহ ইউকে হেকনী শাখার আহবায়ক কমিঠি গঠন করা হয়।আহবায়ক কমিটির সদস্যবৃন্দ হলেন. আহবায়ক আলহাজ্ব মোঃ আবুল খয়ের নুমান, সদস্যসচিব ক্বারী আলী আখতার, সদস্য আলহাজ্ব মোঃ তারাক হোসেন, আলহাজ্ব মোছলেহ উদ্দিন,ক্বারী জসিম উদ্দিন, মাওলানা হাফিজ আহমদ (শুয়াইব), আলহাজ্ব মোঃ শামসুল উল্লাহ, আলহাজ্ব আব্দুল হামিদ ও মোঃ ছুনু মিয়া।
পরিশেষে প্রধান অতিথির দোয়ার মাধ্যেমে সভার কাজ সমাপ্ত করা হয়।
 
Top