তালামীয নিউজ২৪ ::বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলামের পিতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। আজ ১৫
আগস্ট সোমবার সকাল ১১ টা ৫০ মিনিটে
তাঁর নিজ বাড়ী সিলেটের ফেঞ্চুগঞ্জ
উপজেলার আশিঘর গ্রামে শেষ নিঃশাস
ত্যাগ করেন ।
আজ বিকাল ৫ টা ৩০ মিনিটে জানাযার
নামায শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে
দাফন করা করা হয়। জানাযার নামাযে
ইমামতি করেন মরহুমের ছেলে ও কেন্দ্রীয়
তালামীযের সভাপতি মোহাম্মদ ফখরুল
ইসলাম।

জানাযার নামাযে উপস্থিত ছিলেন
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র
সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী
ফুলতলী, মহাসচিব মাও.এ.কে.এম মনোওর
আলী, সহ-সভাপতি মাও. ছরওয়ারে জাহান,
বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও.
নোমান আহমদ, কেন্দ্রীয় আল ইসলাহ’র
অর্থ সম্পাদক মাও. আবু সালেহ মো.
কুতুবুল আলম, সিলেট মহানগর আল
ইসলাহ’র সাধারণ সম্পাদক মাও. আজির
উদ্দীন পাশা, সিলেট জেলা আল ইসলাহ’র
সাধারণ সম্পাদক মাও. শুয়াইবুর রহমান,
সিলেট মহানগর আল ইসলাহ’র সাংগঠনিক
সম্পাদক মাও. আতাউর রহমান, কুলাউড়া
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও.
কাজী ফজলুল হক খান সাহেদ, দক্ষিন
সুরমা উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান মাও. ইমাদ উদ্দীন নাসিরী,
আল ইসলাহ নেতা রফিকুল ইসলাম খান,
কেন্দ্রীয় তালামীযের সহ-সভাপতি শরিফ
উদ্দীন, সহ সাধারণ সম্পাদক দুলাল
আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহিবুর
রহমান, প্রচার সম্পাদক আকতার হোসেন
জাহেদ, সহ-প্রচার সম্পাদক হুমায়ুনুর
রহমান লেখন, অর্থ সম্পাদক হাফিয
কাওছার আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক
জায়েদ আহমদ চৌধুরী, সিলেট মহানগর
তালামীযের সভাপতি এনাম উদ্দীন,
সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ,
মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক
সভাপতি মাও. শফিকুল আলম সুহেল,
সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন
কামরান, সিলেট পূর্ব জেলা তালামীযের
সভাপতি সাইফুর রহমান শিপু ,
মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি
ওজিউর রহমান আসাদ, সুনামগঞ্জ জেলা
তালামীযের সভাপতি রফিকুল ইসলাম
তালুকদার, সিলেট পূর্ব জেলার সাধারণ
সম্পাদক আ.খালিক রুহিল শাহ সহ হাজার হাজার মুসলমান।

 
Top