তালামীয নিউজ ২৪ঃঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার
কেন্দ্রিয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুনুর রহমান
লেখন বলেছেন, ইসলাম মানুষকে মানবতা শিক্ষা দেয়,
সহমর্মিতার অনুপম আদর্শ শিক্ষা দেয়।ইসলামের মৌলিক
শিক্ষা অর্জনকারী ব্যক্তি কখনো জঙ্গীবাদের দিকে
ঝুকতে পারে না। মৌলিক শিক্ষার অভাবেই শিক্ষিত যুব
সমাজ জঙ্গীবাদের দিকে ধাবিত হচ্ছে। তালামীযে
ইসলামিয়ার কাজ হচ্ছে ইসলামের মৌলিক বানী যুব
সমাজের কাছে পরিপূর্নভাবে উপস্থাপন করা ।
তিনি গত ৫ আগস্ট শুক্রবার বাদ মাগরিব সিলেট
মহানগরীর আওতাধীন ২৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল
অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা
বলেন।
হাকিম হোসাইন রিয়াদের সভাপতিত্বে ও আরিফ হোসেন
সামাদের পরিচালনায়
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বক্তব্য রাখেন
সিলেট মহানগরীর সভাপতি এনাম উদ্দিন আহমদ, সহকারী
নির্বাচন কমিশনার হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর
সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ।
সভায় সর্বসম্মতিক্রমে তায়েফ আহমদকে সভাপতি ও
আরিফ হোসাইন সামাদকে সাধারন সম্পাদক করে
২০১৬-১৭ সেশনের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীল হলেন
সহ সভাপতি উজ্জল
আহমদ, সহ সাধারন সম্পাদক সামাদ উদ্দিন
শিপলু,সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ,সহ সাংগঠনিক
সম্পাদক নাজমুল হাসান রাসেল,প্রচার সম্পাদক মকসুদ
আলী অপুল, সহ প্রচার সম্পাদক মাছুম আহমদ, অর্থ সম্পাদক
আমজাদ হোসাইন হ্রদয়, অফিস সম্পাদক সাকিব হোসাইন
ফুয়াদ,সহ অফিস সম্পাদক তানভির মাহমুদ, প্রশিক্ষন
সম্পাদক আলীনুর আহমদ, সহ প্রশিক্ষন সম্পাদক জুবায়ের
আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুহুল আমিন জুয়েল,
সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সোহাগ আহমদ, সদস্য
তানভির আহমদ, হাতিম আহমদ,মামুন আহমদ, মাহিন
আহমদ,পাপ্পু আহমদ, আবুল হাসান,উমর ফারুক।