তালামীয নিউজ ২৪ঃ গত ৫ আগষ্ট শুক্রবার
লালদীঘি চত্বরে সর্বদলীয় ইসলামী
ছাত্রঐক্যের ডাকা ‘ছাত্র গণসমাবেশ’ স্তগিত ঘোষণা
করা হয়েছে।
চট্টগ্রামের পুলিশ প্রশাসন শুরুতে
অনুমতি দিলেও বৃহস্পতিবার তা বাতিল করে দেয়।
আজ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসলামী
ছাত্রঐক্যের প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল
মাসউদ খান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রিয়
সাংবাদিক বন্ধুগণ!
আপনারা অত্যন্ত কষ্ট করে এই সংবাদ সম্মেলনে
উপস্থিত হওয়ায় আন্তরিক ধন্যবাদ। সাথে সাথে
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের মাধ্যমে
সর্বস্তরের ছাত্রসমাজকে জানিয়ে দিতে চাই,
ইসলামবিরোধী শিক্ষানীতি ২০১০ ও শিক্ষাআইন ২০১৬
এবং বিতর্কিত পাঠ্যসূচি সংশোধনের দাবিতে
সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের আহ্বানে আগামী ৫
আগস্ট চট্টগ্রামের লালদীঘি চত্বরে ‘ছাত্র
গণসমাবেশ’ সফল করতে সকল প্রস্তুতি এবং
ব্যবস্থাপনা শেষ করেছি। ইতোমধ্যে চট্টগ্রামের
পুলিশ প্রশাসন আমাদের শান্তিপূর্ণ ছাত্র সমাবেশ
বন্ধ করে দিয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ এবং
ধিক্কার জানাই।
সাংবাদিক বন্ধুগণ! আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে
চাই সরকার যদি আমাদের ভাষা বুঝতে চেষ্টা না করে
তাহলে এ দেশের সর্বস্তরের ছাত্রজনতাকে সাথে
নিয়ে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করতে
বাধ্য হবো। অতীতে কোন সরকার ছাত্রজনতার
আন্দোলন সংগ্রামকে দমাতে পারে নাই, সামনেও
পারবে না।
প্রিয় সাংবাদিক বন্ধু!
আমাদের ৮টি ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ প্লাটফর্ম
সর্বদলীয় ইসলামী ছাত্রঐক্য গঠনমূলক শান্তিপূর্ণ
অহিংস আন্দোলনে বিশ্বাসী। আমরা শান্তিপূর্ণ
উপায়ে কোটি কোটি মুসলিম ছাত্রজনতার অপরিহার্য
প্রাণের দাবি আদায় করার জন্য অবিরাম সর্বোচ্চ
প্রচেষ্টা চালিয়ে যাবোই ইনশাআল্লাহ। সরকারকে
উদ্দেশ্য করে বলি, আমাদের ৫ আগস্টের ছাত্র
গণসমাবেশ বাধা দেয়ায় সারা চট্টগ্রামবাসী ক্ষুদ্ধ
হয়েছে। যা সরকারের জন্য শুভ হবে না।
আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের
আন্দোলন চলবেই। ঢাকায় শুক্রবার সংবাদ সম্মেলনের
মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেয়া হবে।
সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রঐক্যের নেতৃবৃন্দের
মধ্যে উপস্থিত ছিলেন  মুহাম্মদ হারুনুর রশীদ, মু. ইকবাল
খলিল, আনোয়ার হোসাইন রব্বানী, তাজুল ইসলাম
শাহীন, ওসমান কাসেমী, মু. জহিরুল ইসলাম, নুরুল বশর
আজিজি, হাবিবুর রহমান, মু. জকি আশরাফ, মুফিদুল
ইসলাম সোহাগ, আবদুল বারীসহ, মাহমুদুল হাসান,
ওয়াহেদুল্লাহ, আসহাব উদ্দিন, মু. আরিফুর রহমান,
মুহাম্মদুল্লাহ আরাফাত, নাজিম উদ্দিন প্রমুখ।
 
Top