তালামীয নিউজ ২৪ঃঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট (পুর্ব) জেলার সভাপতি
সাইফুর রহমান চৌধুরী শিপু বলেছেন,
 ইসলামে জঙ্গিবাদের কোন স্থান
নেই।
যারা ইসলামের নামে মানুষ হত্যা করে তারা
কখনোও তাদের আদর্শ দ্বারা সমাজে শান্তি শৃংখলা
বজায় রাখতে পারবে না,
তাই ধর্মীয় মুল্যবোধের জায়গা থেকে ইসলামী
আন্দোলনের মাধ্যমে এদেরকে রুখে দিতে হবে।
তিনি আজ ৮ আগষ্ট সোমবার সকালে
ফেঞ্চুগঞ্জ (অনার্স)
ডিগ্রী কলেজ তালামীযের স্নাতক (সম্মান) বিভাগের
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তবে উপরোক্ত
কথাগুলো বলেন।

অনুষ্ঠানে কলেজ তালামীযের আহবায়ক মুহাম্মাদ
শাহজাহান উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ
হাবিলুর রহমান জুয়েল এর উপস্তাপনায়
বিশেষ অতিথি
হিসাবে বক্তব্য রাখেন সিলেট পুর্ব জেলা সাধারণ
সম্পাদক আব্দুল খালিক রুহিল শাহ,
ফেঞ্চুগঞ্জ উপজেলা
সভাপতি শাহ্ হোসাইন মোহাম্মদ বাবু,
 সাধারণ সম্পাদক
হাফিয সাইফুর রহমান সজিব,
সহ-সাধারণ সম্পাদক
এজাজুল হক সুমন।
অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন কলেজ শাখার যুগ্ন
আহবায়ক তৌফিকুল ইসলাম পুলক, মোহাম্মদ সাঈদ আলী,
যুগ্ন সদস্য সচিব এহসানুল করিম রাহী, সদস্য বাদর আহমেদ,
মোস্তাক হোসেন।

অনুষ্ঠানে মিজানুর রহমান কে সভাপতি ও জাহাঙ্গীর
আলম তানিম কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা
করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন--
সাংগঠনিক সম্পাদক, ফয়েজুল ইসলাম এপলু, প্রচার
সম্পাদক রেজাউল ইসলাম, অর্থ সম্পাদক সাঈদুল ইসলাম,
প্রশিক্ষন সম্পাদক যোবায়ের আহমেদ, শিক্ষা ও
সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলী হোসাইন।
 
Top