বই পরিচিত: সাহাবায়ে কিরাম- মর্যাদা ও মহত্ত
আইনুদ্দীন আলী ::বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র বিপুল প্রকাশনার মধ্যে অন্যতম একটি প্রকাশনা হল "সাহাবায়ে কিরামঃমর্যাদা ও মহত্ত"।
বাদে দেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার
সম্মানিত প্রভাষক মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান এর রচিত বইটিতে রয়েছে সাহাবী পরিচয়, তাদের মর্যাদা, উম্মতের মধ্যে তাদের শ্রেষ্টত্ব, তারা সমালোচনার উর্ধ্বে ইত্যাদি বিষয়াদি সম্পর্কে কোরআন ও হাদিসের অখন্ডনীয় দলীলভিত্তিক একটি অনবদ্য প্রকাশনা।
অত্যন্ত সুন্দর ছাপার ও আকর্শনীয় প্রচ্চদের মুল্যবান এই বইটির শুভেচ্ছামূল্য মাত্র (১৫) পনের টাকা। তালামীযের কেন্দ্রীয় স্টলে বা উপজেলা তালামীযের নেত্রীবৃন্দের সাথে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন।