সাইপ্রাসে আনজুমানে আল ইসলাহর কমিটি গঠন সম্পন্ন :রুহুল আমিন সভাপতি, আব্দুল আজিজ জায়েদ সম্পাদক
তালামীয নিউজ২৪ :: আন্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী
ফুলতলী বলেন, শরীয়তের হুকুম
আহকাম মেনে চলার পাশাপাশি কামিল
বুযুর্গদের মোহাব্বত হাসিল করতে
হবে। তাদের সংস্পর্শ গ্রহণ ও অনুসরণ
আমাদের জন্য বড় নিয়ামত।
গতকাল (৬ আগস্ট) শনিবার প্রাশ্চত্যের
দেশ সাইপ্রাসে আন্জুমানে আল
ইসলাহর কমিটি গঠনের পর
টেলিকনফারেন্সে অনুমোদন
প্রদানকালে তিনি একথাগুলো বলেন।
তিনি বলেন, এক মুমিন আরেক মুমিনের
জন্য আয়না স্বরূপ। এক জনের নেক
খাসলত দ্বারা আরেকজন সংশোধিত
হওয়ার সুযোগ থাকে। আমাদেরকে
বিচ্ছিনভাবে না থেকে সংঘবদ্ধ হয়ে
থাকতে হবে। বিচ্ছিন্নভাবে থাকলে
বাতিলরা সুযোগ নেবে। বর্তমানে কাবা
শরীফের দিকে পা দিয়ে পেশাব করা
যাবে বলেও বাতিলপন্থীরা ফতোয়া
দিচ্ছে। এজন্য সংগঠন করে মসলকের
খেতমদ আঞ্জাম দিতে হবে।
তিনি, সাইপ্রাসে অবস্থানরত আল ইসলাহর
কর্মীদেরকে অনুষ্ঠান ও সাপ্তাহিক
বৈঠক করে ঈমান আমল ও মাসালা-মাসাঈল
সম্পর্কে আলোচনা করার তাগিদ দেন।
সিলসিলা ইসলামিক সোসাইটি অব সাইপ্রাস
এর ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান ও
আনজুমানে আল ইসলাহ সাইপ্রাসের
২০১৬-১৭ সেশনের কমিটি গঠন সভায়
প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে
উপস্থিত ছিলেন মিডল্যান্ড ইউকে আল
ইসলাহর সহ-সভাপতি আলহাজ হাফিয সাব্বির
আহমদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সারা
ওয়ার্ল্ডেই আউলিয়ায়ে কেরামের
অনুসারীরা ইসলামের খেদমত
করছেন। লন্ডনে সর্বপ্রথম কামিল
মাদরাসা প্রতিষ্ঠা করেছেন আল্লামা
ফুলতলী ছাহেব কিবলাহ। এছাড়া
ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি,
সিরাজাম মুনিরা কমপ্লেক্সসহ বিভিন্ন
প্রতিষ্ঠান ইসলামী আকীদা বিশ্বাস ও
আদর্শ বাস্তবায়নে কাজ করছে।
তিনি সাইপ্রাসে অবস্থানরত আল ইসলাহ
নেতৃবৃন্দ ও বাঙালী কমিউনিটির
উদ্দেশ্যে বলেন, পৃথিবীর যে
দেশেই অবস্থান হোক না কেন
মনে রাখতে হবে আমি একজন
মুসলমান। অর্থকড়ি ও দুনিয়ার মোহে
নিজের আদর্শকে জলাঞ্জলী দেয়া
যাবে না। প্রত্যেককেই প্রথম
কোয়ালিটির মুসলমান হতে হবে। নিজ
দেশ ও বাড়ীঘরের খোঁজখবর
নিতে হবে।
তিনি বাংলাদেশে জঙ্গি হামলার নিন্দা
জানিয়ে বলেন, আউলিয়ায়ে
কেরামের আদর্শ বাদ দিয়ে বিচ্ছিন্ন
কিছু উগ্রপন্থী জঙ্গি কার্যক্রম
চালাচ্ছে। এতে দেশ বিদেশে
মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
সিলসিলা ইসলামিক সোসাইটি অব
সাইপ্রাসের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর
মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
শাহ আব্দুল আজিজ জায়েদের পরিচালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, এসোসিয়েশন অব
বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. শামিম
ফয়সল, সদস্য মোহাম্মদ বাবু,
মোহাম্মদ মমতাজ, হোসাইন
(পাকিস্তান)। সংগঠনের সহ সভাপতি হাবিবুল ইসলাম সাকিবের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে
শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন
সাবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর
রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন, সালেক আলী,
সুহেল আহমদ, রুহুল আমিন, আলিম
উদ্দিন, ফজলু মিয়া, তুহিন আহমদ, শাহ নাইম
আহমদ, তমাল আহমদ, সৈয়দ জুবেল
আলী, মইজুল আহমদ প্রমুখ।
সাইপ্রাস আল ইসলাহর কমিটি :
জাবেদ হোসেনকে প্রধান উপদেষ্টা করে ও হাফিয রুহুল আমিনকে সভাপতি ও শাহ আব্দুল আজিজ
জায়েদকে সম্পাদক করে ৩১ সদস্য
বিশিষ্ট সাইপ্রাস আল ইসলাহর কমিটি গঠন
করা হয়।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ
সভাপতি সাবেল আহমদ, আব্দুন নুর মামুন,
সহ সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম সুইট,
হাবিবুল ইসলাম সাকিব, সাংগঠনিক সম্পাদক
রুমান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো.
রুহুল আমিন, প্রচার সম্পাদক আব্দুস সালাম
সুইট, সহ-প্রচার সালেক আলী, অর্থ
সম্পাদক আব্দুর রউফ তুহিন, অফিস
সম্পাদক ফজলু আহমদ, সহ-অফিস
সম্পাদক সৈয়দ জুবেল আলী,
প্রশিক্ষণ সম্পাদক সাইফুর রহমান, সহ-
প্রশিক্ষণ সম্পাদক, শেখ ময়নুল ইসলাম,
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাজি নাইম
আহমদ হোসেন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক
সম্পাদক আব্দুল আজিজ জগলু, সদস্য,
শাওন আহমদ খান, হোমায়ুন আজিজ, সৈয়দ
শাওন আহমদ, আতাউর রহমান, সাবিকুল
ইসলাম, মুজিবুর রহমান, জামাল আহমদ, শামিম
আহমদ, সিপন আহমদ, কিবরিয়া আহমদ।
হোম
»
আন্তর্জাতিক আল ইসলাহ
» সংগঠন করে মসলকের খেদমত আঞ্জাম দিতে হবে- টেলিকনফারেন্সে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী