তালামীয নিউজ২৪ :: গতকাল রবিবার, ৭ আগস্ট১৬ মৌলভীবাজারের কুলাউড়া হিংগাজিয়া
সিনিয়র মাদ্রাসায় উপমহাদেশের প্রখ্যাত
ওলিয়ে কামিল আল্লামা নিজাম উদ্দিন
চৌধুরী বিশকুটি (রহ.)-এর জীবন ও কর্ম
শীর্ষক সেমিনার গতকাল শনিবার মাদ্রাসা
প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
নিজামিয়া বিশকুটি স্মৃতি পরিষদের
আয়োজনে বিশকুটি (রহ.)-এর
সুযোগ্য নাতি হাফিজ মাও. আব্দুল্লাহ আল
নিজাম মশহুদ চৌধুরী মাজেদের
সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি
ছিলেন- ফুলতলী (রহ.)-এর নাতি, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারি
অধ্যাপক মাও. আহমদ হাসান চৌধুরী (শাহান)
ফুলতলী।
সেমিনারের উদ্বোধন করেন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
পরিচালক, সিলেট বিভাগীয় ক্রীড়া
সংস্থার সাধারণ সম্পাদক ও বিশকুটি (র.)-এর
নাতি শফিউল আলম চৌধুরী নাদেল।
মশহুদ করিম ও নজরুল ইসলামের যৌথ
পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির
বক্তব্য রাখেন- সাবেক এমপি অ্যাড.
নওয়াব আলী আব্বাছ খান, উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল
হক খান সাহেদ, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসার
অধ্যক্ষ মুফতি মাও. আব্দুল মুন্তাকিম,
রবিরবাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও.
আব্দুল জব্বার, বাবনিয়া হাসিমপুর নিজামিয়া
আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আহসান
উদ্দিন, জালালিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও.
ফারুক আহমদ ও নিজামিয়া বিশকুটি এতিমখানার
সাধারণ সম্পাদক আবুল কালাম।
সেমিনারে সংবর্ধিত অতিথির বক্তব্য
রাখেন- ব্রাহ্মণবাজার ইউপির চেয়ারম্যান
প্রভাষক মমদুদ হোসেন, রাউৎগাঁও
ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল জামাল,
পৃথিমপাশার ইউপির চেয়ারম্যান নওয়াব
আলী বাখর খান হাসনাইন, ভাটেরা ইউপির
চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল
ইসলাম, কাদিপুর ইউপির চেয়ারম্যান হাবিবুর
রহমান সালাম ও শরীফপুর ইউপির
চেয়ারম্যান জুনাব আলী। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন- উলুয়াইল আলিম মাদ্রাসার
অধ্যক্ষ মাও. বশির আহমদ, হিংগাজিয়া সিনিয়র
মাদ্রাসার শিক্ষক ফয়জুর রহমান,
মৌলভীবাজার জেলা তালামীযের
সভাপতি অজিউর রহমান আসাদ, উপজেলা
তালামীযের আহবায়ক সামাদ আজাদ, যুগ্ম
আহবায়ক রাসেল আহমদ, নোমান
আহমদ চৌধুরী, এনামুল মাহবুব ফয়ছল,
বদরুল আমীন, সুয়েব আহমদ, নজরুল
ইসলাম, আশরাফুল ইসলাম আবুল, মুহিত
আহমদ, এমদাদুল হক, সাদিক, আশিদ
আলী ও ইমরান হোসেন প্রমুখ।
হোম
»
ফুলতলী সিলসিলার অন্যান্য সংবাদ
» কুলাউড়ার হিংগাজিয়া মাদ্রাসায় বিশকুটি (রহ.) জীবন ও কর্ম শীর্ষক সেমিনার