তালামীয নিউজ ২৪ঃঃ
রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, অর্থনীতিবিদ,
আন্তর্জাতিক মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, বীর
মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির বলেছেন- ইসলামের
পাঁচটি অবশ্য করণীয় স্তম্ভের মধ্যে হজ একটি অন্যতম
স্তম্ভ।
আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান প্রত্যেক
মুসলমানের জন্য জীবনে একবার হজ পালন ফরজ। ধর্মীয়
দৃষ্টিকোণ থেকে হজের গুরুত্ব অপরিসীম। তাই আল্লাহর
সন্তুষ্টি লাভে নিয়তে সঠিক পদ্ধতিতে হজ পালন করার
জন্য প্রশিক্ষণের বিকল্প নেই।
যথাযথ প্রশিক্ষণ গ্রহণ না করায় আমাদের দেশের
সম্মানিত হজ যাত্রীগণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হন।
প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে একজন হজযাত্রী
সঠিকভাবে হজ পালন করতে পারবেন। আমাদেরকে
চেষ্টা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য শিরকমুক্ত
মাকবুল হজ পালন করার। তাই সঠিক পদ্ধতিতে হজ পালন
করা জন্য প্রশিক্ষণ গ্রহণ জরুরি।
তিনি বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে রহমানিয়া
ওভারসীজ এর উদ্যোগে নগরীর জেলা পরিষদ
মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী হজ কর্মশালায়
প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাওলানী আব্দুল আজীজ সাহেবজাদায়ে বর্ণী’র
সভাপতিত্বে কর্মশালায় প্রধান মেহমান হিসেবে
বক্তব্য রাখেন- আল্লামা শোয়াইবুর রহমান বালাউটি।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে
তালামিযে ইসলামীয়ার কেন্দ্রীয় সভাপতি মাওলানা
ফখরুল ইসলাম
উদ্বোধনী বক্তব্য রাখেন- আঞ্জুমানে
আল ইসলাহর কেন্দ্রীয় মহাসচিব মাওলানা এ.কে.এম
মনোওর আলী।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, শাবিপ্রবির
নৃবিজ্ঞান বিভাগের প্রধান ড. আব্দুল আউয়াল
বিশ্বাস, ডা. হেলাল উদ্দিন, ডা. এম.এ ফয়েজ,
জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, খোয়াই এয়ার
সার্ভিসের স্বত্ত্বাধিকারী মাওলানা মুফতী আবুল
হাসেম, ফেঞ্চুগঞ্জ ফাজিল মাদরাসার প্রিন্সিপাল
মাওলানা ফরিদ উদ্দিন আত্তার,
আল ইসলাহর কেন্দ্রীয়
নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, ইবনে সিনার
ডিপো ম্যানোজার মুফতী এম সোহেল উদ্দিন আহমদ,
ভাদেশ্বর মডেল আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল
মাওলানা ইউনুছ আলী, সংগীতশিল্পী মুজাহিদুল
ইসলাম বুলবুল, সীমান্তিক সিলেট জেলা কমিটির
সেক্রেটারী শামীম আহমদ।
মাওলানা মাজহারুল ইসলাম জয়নালের পরিচালনায়
বক্তব্য রাখেন ক্লাসিক স্কুল এন্ড কলেজের পরিচালক
জিয়াউল ইসলাম মুহিত, দৈনিক আজকের পত্রিকার
সিলেট ব্যুরো প্রধান সালমান ফরিদ, দি নিউ ন্যাশন এর
সিলেট প্রতিনিধি এস.এ শফি, মাওলানা আব্দুল
মোক্তাদির আল আজহারী, মাওলানা কামরুল ইসলাম।
প্রজেক্টরের মাধ্যমে হজের আবশ্যকীয় বিষয়াদি
নিয়ে আলোচনা করেন রহমানীয়া ওভারসীজের
স্বত্ত্বাধিকারী মাওলানা এম.এ আলীম। শেষে দেশ ও
জাতির মঙ্গল কামনা ও হজযাত্রীদের মকবুল হজ কামনা
করে দোয়া পরিচালনা করেন আল্লামা শোয়াইবুর
রহমান বালাউটি।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও রহমানীয়া
ওভারসীজ এর উদ্যোগে আয়োজিত হজ যাত্রী
প্রশিক্ষণে শতাধিক নারী-পুরুষ হজযাত্রী অংশগ্রহণ
করেন।
 
Top