তালামীয নিউজ ২৪ঃঃ
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র
মুহতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দীন
চৌধুরী বলেছেন- বিশ্বনবীর আদর্শ সমাজে প্রচার করাই
তালামীযের মূল কর্মসূচী। বর্তমান সমাজে ওহাবীবাদ,
মওদুদীবাদ ও সালাফীবাদ প্রতিষ্ঠা মুহাম্মদ (স.) এর আর্দশ
থেকে মানুষকে বঞ্চিত করে জঙ্গীবাদ সৃষ্টি করছে।
ইসলামের প্রকৃত শিক্ষাই জঙ্গিবাদ রুখতে পারে, তাকওয়াবান মুমিন
কখনো সন্ত্রাস হতে পারে না। জঙ্গীবাদের মুল
উৎপাটনের জন্য তালামীযের কর্মীদের অগ্রণী ভূমিকা
পালন করতে হবে।
তিনি গত ১১ আগষ্ট বৃহস্পতিবার বাংলাদেশ
আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর, উপজেলা শাখার
উদ্যোগে আয়োজিত “জঙ্গীবাদ নয়: সম্প্রীতি-ই
ইসলামের শিক্ষা শীর্ষক সেমিনার ও দাখিল এস.এস.সি
উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন- বাংলাদেশ আন্জুমানে
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেদ্বওয়ান
আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ
আন্জুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাও.
মুহাম্মদ আজির উদ্দিন পাশা,
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি
মুহাম্মদ শরীফ উদ্দিন,
কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক
আখতার হুসাইন জাহেদ
কেন্দ্রিয় অফিস সম্পাদক উসমান গনি,
সিলেট সদর উপজেলা কারী সোসাইটির
সভাপতি মাও. মুজাহিদ উদ্দিন,
শাখার সভাপতি মুহা: হাবিবুর রহমানের
সভাপতিত্বে এবং সহ-সভাপতি মুহা: শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক
মুহা: আনোয়ার হুসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায়
বক্তব্য রাখেন, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সদস্য
সুহায়ীল আহমদ তালুকদার, সিলেট পশ্চিম জেলার সভাপতি সাইফুর
রহমান শুভ, বটতলা মজহরিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাও. মুহা: আলা
উদ্দিন, বিশিষ্ট কবি ও সাংবাদিক মুহা: সালমান ফরিদী, বিশিষ্ট মুরব্বি
আব্দুর রহমান (মন্তাজ), সিলেট পশ্চিম জেলার সহ-সাধারণ
সম্পাদক আব্দুল করিম ও অর্থ সম্পাদক আলী আনহার শাহান, পূর্ব
জেলার প্রচার সম্পাদক ইসলাম উদ্দিন চৌধুরী।
শাখার সহ-সাধারণ সম্পাদক আ: খালিক ও রুকন উদ্দিনের স্বাগত
বক্তব্যে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হা:
ফয়সল আহমদ, প্রচার সম্পাদক হাফিজ শাহীন আহমদ, সহ-প্রচার
সম্পাদক হা: আব্দুল মন্নান, আব্দুল হাই, হা: কাওছার, হা: আব্দুল
মান্নান, আব্দুল হাই, হা: কাওছার, হা: আলমগীর, ওলী উল্লাহ
নোমান, কুতুব আল ফরহাদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন
শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হুসাইন, ইসলামী সংগীত
পরিবেশন করেন, নুর আহমদ তুহীন, গোলাম মারুফ ও নুমান
আহমদ।
হোম
»
উপজেলা তালামীয
» বিশ্বনবীর আদর্শ সমাজে প্রচার করাই তালামীযের মূল কর্মসূচী : আল্লামা হুছামুদ্দীন চৌধুরী