দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট মসজিদ আল- ফেরদৌস নিউজার্সি সেন্টারের সমাপণী ও পুরুস্কার বিতরনী অনুষ্টান-২০১৬ গত ২০শে আগষ্ট শনিবার প্যাটারসন ইউনুয়ন এভিনিউস্থ মসজিদআল-ফেরদৌসে অনুষ্টিত হয়, দারুল কিরাতের নাজিম সৈয়দ জুবায়ের আলীর পরিচালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম । পুরুস্কার বিতরন করেন দারুল ক্কিরাতে প্রধান ক্কারী ও মসজিদের খতিব ক্কারী হাফেজ মাওলানা আব্দুল কুদ্দিছ মঞ্জলালী, পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরন করেন কেন্দ্রের শিক্ষক ও শাহজালাল-লতিফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আব্দুন নুর, অতিথি হিসেবে মঞ্চে ছিলেন প্যাটারসন সিটির কাউন্সিলম্যান শাহীন খালিক, বিশিষ্ট ব্যাবস্যায়ী তাহিরুল ইসলাম, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্কারী মাওলানা মনিরুল ইসলাম, ক্কারী হাফেজ আলা উদ্দীন, ক্কারী মাওলানা ফয়ছাল আহমদ, ক্কারী রায়হান সুফিয়ান, মসজিদ কমিটির পক্ষ থেকে সেলিম চৌধুরী, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাফেজ সৈয়দ খুবায়েব আলী, আনো্যার চৌধুরী পারেক, মাশুক আহমদ, রুহুল আমিন, বক্তারা তাদের বক্তব্য দীর্ঘ ১৬ বছর যাবত যাদের অক্লান্ত পরিশ্রমে একেন্দ্র পরিচালিত হয়ে আসছে তাদের প্রতি কৃ্তজ্ঞতা প্রকাশ করে বলেন এ প্রতিষ্টানের মাধ্যমে প্রবাসে আমাদের প্রজন্মের ছেলে-মেয়েরা কোরআন শরীফ সহী-শুদ্ধ ভাবে পড়ার ও শিখার সুযোগ পাচ্ছে, আমরা আশাকরি কো্রআন শরীফ সহী শদ্ধ ভাবে পড়ার এগুরুত্ব পূর্ণ প্রতিষ্টান প্রতিবছর আব্যাহত থাকবে, বক্তারা দারুল ক্কিরাতে প্রতিষ্টাতা শামছুল উলামা আল্লামা ফুলতলী সাহেব ক্কিবলাহ (রহঃ) এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর দরজাত বুলন্দের জন্য দো্যা কামনা করেন । এবারে এ সেন্টারে প্রায় দের শতের উপরে ছাত্র-ছাত্রী শিক্ষা গ্রহন করেছেন, সমাপনি অনুষ্টানে কেরাত ও আযান প্রতিযোগিতায় বিজয়ী ৫১ জন ছাত্র-ছাত্রীকে প্রাইজ দেয়া হয় এবং প্রতিটি ক্লাসে প্রথম, দ্বিতীয় ও তৃৃ্তীয় স্থান অধিকারী ৩৬ জনকে প্রাইজ দেয়া হয় তাছাড়া সকল ছাত্র-ছাত্রীদেরে উৎসাহিত করতে বিশেয সান্তনা প্রাইজ দেয়া হয়েছে, প্রাইজ দাতা ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী তাহিরুল ইসলাম, এছাড়াও প্রতিষ্টান পরিচানায় যারা আর্থিক সহযোগিতা করেছেন কাউন্সিলম্যান শাহীন খালিক, আজমল আলী,সেলিম আহমদ মহসিন, মামুন মিয়া, বশির খান,আনো্যার চৌধুরী পারেক, রফিকুল ইসলাম, গোলাম রব্বানী চৌধুরী শাহিন, হোসেন আহমদ, অমর কুরুরী রাসেল,মাশুক আহমদ, জালাল উদ্দিন,আব্দুস সালাম, আবু সুফিয়ান,আনছার আহমদ, ফারুক সিদ্দিকী । আপ্যায়ন করান শামিম কুরুরী ও দুলাল খান, এবারের এসেন্টার যাদের শিক্ষকতায় ও তত্বাবধানে পরিচালিত হয়েছে তারা হলেন, প্রধান ক্কারী হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী, প্রিন্সিপাল মাওলানা আব্দুন নুর, ক্কারী মাওলানা মনিরুল ইসলাম, ক্কারী হাফেজ আলাউদ্দীন, ক্কারী মাহতাব আহমদ, ক্কারী মাওলানা ইমরান আহমদ, ক্কারী মাওলানা ফয়সাল আহমদ, ক্কারী আব্দুর রউপ, ক্কারী আব্দুল মুহিত, ক্কারী রায়হান সুফিয়ান, ক্কারী আব্দুর রউপ জাহেদ, ক্কারী মোহাম্মদ মুছা, এবং সহযোগিক্কারী ছিলেন ক্কারী হাফেজ সৈয়দ খুবায়েব আলী, দারুল ক্কিরাতের নাজিম সৈয়দ জুবায়ের আলী তার সমাপনী বক্তব্যে সুষ্ট সুন্দর ভাবে দারুল ক্কিরাত মজিদিয়া ফুলতলী নিউজার্সি সেন্টারের সমাপ্তি হওয়ায় মহান আল্লাহ তালার দরবারে শুকরিয়া আদায় করে বলেন আজ ১৬ বছর ধরে আপনারা এ প্রতিষ্টানটি চালু রাখতে সাহায্য সহযোগিতা করে আসছেন, তার জন্য আমি পরিচালনা কমিটির পক্ষ থেকে কৃ্তজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে এবারে যার আর্থিক, শারিরীক, মানুষিক ভাবে সেন্টার পরিচালনায় সাহায্য সহযোগিতা করেছেন, সকলের প্রতি অশেষ কৃ্তজ্ঞতা প্রকাশ করছি, তিনি আগামীতেও সকলের সহযোগিতা কামনা করন। সর্বশেষে খতমে খাজেগান , মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে আনুষ্টানের সমাপ্তি হয়।
 
Top