টিলাগাঁও ইউনিয়ন তালামীযের কাউন্সিল সম্পন্ন - অাল-অামিন সভাপতি, অাকমল সম্পাদক-
তালামীয নিউজ২৪ঃগত ২০ অাগষ্ট শনিবার বিকাল ৩টায় বালিয়া ইসমত-রহিমা প্রি-ক্যাডেট স্কুলে উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল শামসুল উলামা
অাল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (র.) এর হাতে গড়া সংগঠন সুন্নি অান্দোলনের দূর্বার কাফেলা বাংলাদেশ অানজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলার আওতাধীন ০৯নং টিলাগাঁও ইউ.পি শাখার ২০১৬-২০১৭ সেশনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি মোঃ অাল-অামিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক- মোঃ
অাকমল হোসেন পরিচালনায় নাসিম অাহমদের কুরঅান তেলাওয়াতের মাধ্যমে
প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা তালামীযের অাহব্বায়ক মোঃ নুরুজ্জামান রাসেল,
সহকারী নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ম অাহব্বায়ক
সাহেদ অাহমদ।
মোঃ অাল-অামিনকে পূণরায় সভাপতি মোঃ অাকমল
হোসেনকে পূণরায় সাধারণ সম্পাদক এবং জালাল উদ্দিনকে সাংগঠনিক
সম্পাদক নির্বাচিত করে ৬৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষনা করে
হয়।
এছাড়া উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেন বাংলাদেশ
অানজুমানে অাল-ইসলাহ ০৯নং টিলাগাঁও ইউনিয়ন শাখার উপদেষ্ঠা ডা. মোঃ
কেরামত অালী, মাওঃ হারুন অর-রশিদ, সভাপতি মাওঃ ইসমাঈল হোসেন
খান, সহ মাওঃ ইয়াছিন অালী, সাধারণ সম্পাদক মাওঃ হাফিজ মশাহিদ অালী,
যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ ফারুক অাহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল
অামিন, সহ প্রচার সম্পাদক মাওঃ মোবারক অালী, মাওঃ অাব্দুল মান্নান এবং
মাওঃ জুবায়ের অাহমদ প্রমুখ।