আলাল তালামীযের নিবেদিত প্রাণ ছিলেন ---সাইফুর রহমান শুভ
তালামীয নিউজ২৪ঃবাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা
সভাপতি সাইফুর রহমান শুভ বলেন,হাফিয আলাল আহমদ তালামীযের
এক জন নিবেদিত প্রাণ ছিলেন।ইসলামের প্রচার ও প্রসারে
আলাল আন্তরিকতার সাথে কাজ করে গেছে।তার এত অল্প
বয়সে রাসুল(সাঃ)সুন্নত পালন করার আপ্রাণ চেষ্টা করেছে।তার
অপূরনীয় কাজ সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে
যেতে হবে।
সাইফুর রহমান শুভ গতকাল ২১আগস্ট রবিবার দুপুরে খালোরমুখ হাফিজিয়া দাখিল মাদরাসার হল রুমে দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের উদ্যেগে সংগঠনের কেন্দ্রীয় সভাপতির পিতা
আনোয়ার আলী,আমেরিকায় নিহত শহিদ মাওঃআলাউদ্দিন,সড়ক দূঘটনায় নিহত দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউপি তালামীযের সহ
সভাপতি হাফিয আলাল আহমদের রুহের মাগফিরাত কামনায় ও সড়ক দূর্ঘটনায় আহত মোগলাবাজার ইউনিয়ন তালামীযের প্রচার সম্পাদক হাফিয কামরান আহমদের দ্রুত সুস্থতা কামনায় খতমে কোরআন ও
মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো
বলেন।
উপজেলা তালামীযের সভাপতি এইচএম খালেদ
আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন পাশার
পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম
জেলা সাধারণ সম্পাদক জাহেদুর রহমান,সহ সাধারণ সম্পাদক আব্দুল
করিম,সাংগঠনিক সম্পাদক আলী হায়দার, দক্ষিণ সুরমা উপজেলা আল
ইসলাহ’র সভাপতি এইচএম ফয়ছল আহমদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল
লতিফ রুহেল, সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন,
খালোরমুখ হাফিজিয়া দাখিল মাদরাসার শিক্ষক হাফিজ কবির আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ
সুরমা উপজেলা তালামীযের সহ সভাপতি সালেহ আহমদ শাহিন,সহ
সাধারর সম্পাদক হাফিয আব্দুল কাদির শিবলু,সাংগঠনিক সম্পাদক খালেদ
আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান সুমন,প্রচার সম্পাদক
বোরহান উদ্দিন,সহ প্রচার সম্পাদক শামিমুল হক,অর্থ সম্পাদক মাহবুর
রহমান,অফিস সম্পাদক শিহাব উদ্দিন,প্রশিক্ষণ সম্পাদক মারুফ বিল্লাহ
রুহেল,আনোয়ার হোসেন,হাফিয বিলাল আহমদ,কামরুল
আহমদ,সেলিম আহমদ,হাফিয জুনেদ আহমদ,হাফিয জামি আহমদ,
প্রমুখ। শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিয শিহাব
উদ্দিন।অনুষ্টান সংগঠনের জেলার সভাপতি সাইফুর রহমান শুভের
দো'আ মাধ্যেমে সমাপ্তি হয়।