তালামীয নিউজ২৪ঃমেধার লালন, উন্নত চরিত্র গঠন ও মানবিক যোগ্যতা বিকাশের প্রত্যয়দীপ্ত
সুন্নি ছাত্র আন্দোলনের দুর্বার কাফেলা "
বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে
ইসলামিয়া" জকিগঞ্জ উপজেলার ২০১৬-১৭
সেশনের নব-নির্বাচিত কমিটির প্রথম
সাধারণ সভা ও তিন মরহুম যথাক্রমে--
তালামীযে ইসলামিয়ারর কেন্দ্রীয়
সভাপতি, ছাত্রনেতা ফখরুল ভাইয়ের
পিতা, মার্কিন-যুক্তরাষ্ট্রে আতাতীয়দের
হাতে শহীদ আল্লামা মরহুম আলাউদ্দিন
আখঞ্জি সাহেব এবং দক্ষিণ সুরমা
উপজেলাধীন সিলাম ইউনিয়নের সহ
সাধারণ-সম্পাদক, হাফিয আলাল
হোসেনের ঈসালে সাওয়াব মাহফিল গতকাল ২১ আগষ্ট  বেলা ২ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলা
তালামীযের কার্যালয়ে অনুষ্টিত  হয়।

জকিগঞ্জ উপজেলা তালামীযের নব-
নির্বাচিত সভাপতি, ছাত্রনেতা এহছান
মোহাম্মদ শামীমের সভাপতিত্বে ও
উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক
আবু সুফিয়ানের পরিচালনায় মাহফিলে
পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত
করেন উপজেলা তালামীযের সহ সাধারণ
সম্পাদক হাফিয আলী হুসেন, নাতে রাসূল
(সঃ) পরিবেশন করেন উপজেলা
তালামীযের দায়িত্ত্বশীল আহমেদ আল-
মঞ্জুর।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা
তালামীযের সাধারণ সম্পাদক আবু
সুফিয়ান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন,
বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ
জকিগঞ্জ পৌরসভার সভাপতি, জননেতা
প্রিন্সিপাল কাজী মাওলানা হিফজুর
রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ
উপজেলা তালামীযের সাবেক সফল
সভাপতি,ওমান প্রবাসী,
ছাত্রনেতা কামাল আহমদ,
দুবাই প্রবাসী' কাওছার আহমদ
মালোয়েশিয়া প্রবাসী জাহেদ আহমেদ
প্রমুখ।
উপস্তিত ছিলেন উপজেলা তালামিযের সহ
সাধারণ সম্পাদক হাফিয আলী হুসেন,
সাংগঠনিক সম্পাদক কবির আহমদ,প্রচার
সম্পাদক আব্দুছ ছামাদ সহ আহমেদ আল
আইমান, মাছুম আহমদ আব্দুল মুকিত,তাহের
আহমদ প্রমুখ।
 
Top