বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয়
সভাপতি মাও. বেলাল আহমদ বলেছেন
জামানার মুজাদ্দিদ শামসুল উলামা
আল্লামা ফুলতলী সাহেব ক্বিবলাহ
(রহ.)’র প্রতিষ্ঠিত তালামীযে
ইসলামিয়ার সত্যের সেনানীরা সত্যের
পক্ষে সব সময় আত্মবিশ্বাসী থাকা
একান্ত প্রয়োজন। তিনি বলেন, ঘুনে ধরা
সমাজকে আলোকিত সমাজে পরিণত
করতে নব নির্বাচিত দায়িত্বশীলদের
আদর্শ ব্যক্তিরূপে প্রতিষ্ঠিত হতে হবে।
তিনি গতকাল ২ সেপ্টেম্বর শুক্রবার
বিকাল ৪টায় বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়া সিলেট
মহানগরীর ২৬নং ওয়ার্ড শাখার
প্রশিক্ষণ কর্মশালা ও কাউন্সিল
অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে
উপরোক্ত কথাগুলো বলেন।
২৬নং ওয়ার্ডের বিদায়ী সভাপতি
নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক আবুল কালামের
পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য
রাখেন তালামীযে ইসলামিয়ার
কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক
সম্পাদক মুহিবুর রহমান আখতার। প্রধান
নির্বাচন কমিশনার হিসেবে বক্তব্য
রাখেন সিলেট মহানগরীর সভাপতি
এনাম উদ্দিন আহমদ, সহকারী কমিশনার
হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর সহ
সভাপতি শেখ শফি উদ্দিন, সাধারণ
সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, ২৬নং
ওয়ার্ড আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক
আব্দুল হামিদ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আবুল
কালামকে সভাপতি ও আবুল বাশারকে
সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট
কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য
দায়িত্বশীলরা হলেন সহ সভাপতি
রাফিউর রহমান খান, আব্দুল কাইয়ূম, সহ
সাধারণ সম্পাদক জামিল আহমদ,
সাংগঠনিক সম্পাদক মিনহাজ আহমদ,
সহ সাংগঠনিক সম্পাদক মাশরাফি
তাহসীন রাফি, প্রচার সম্পাদক
আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক কামরুল
ইসলাম, অফিস সম্পাদক শামসুজ্জামান,
সহ অফিস সম্পাদক সুজেল আহমদ,
প্রশিক্ষণ সম্পাদক আলী আকবর, সহ
প্রশিক্ষণ সম্পাদক খালেদ আহমদ,
শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শাহীন
আহমদ, সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক
সাদিকুর রহমান, সদস্য রিয়াদ আহমদ,
ফাহাদ আহমদ, হানিফ আহমদ, খায়রুল
ইসলাম, ফাহিম আহমদ, হুসাইন আহমদ।
হোম
»
মহানগর তালামীয
» ২৬নং ওয়ার্ড তালামীযের কাউন্সিল সম্পন্ন সত্যের সেনানীরা আত্মবিশ্বাসী হয়ে দ্বীনের খিদমত করেন ... মাওলানা বেলাল আহমদ