পর্তুগালে আনজুমানে আল ইসলাহ'র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
তালামীয নিউজ২৪ঃঃ গত ১৮ই সেপ্টেম্বর ২০১৬ ইং রবিবার আনজুমান আল ইসলাহ পর্তুগাল'র উদ্দ্যোগে মারতিম মনিজ বেনফরমসো বেঙ্গল রেস্টুরেন্টে এক ঈদ পুনর্মিলনী অনুষ্টানের আয়োজন করা হয়, পর্তুগাল আল ইসলাহ সভাপতি ক্বারী আহমদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হোসাইন
আহমদের উপস্থাপনায় অনুষ্টানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রচার সম্পাদক মো: কামরুল
ইসলাম.
অনুষ্টানে অর্থ সম্পাদক মো: জাকারিয়া
আহমদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ'র উপদেষ্টা জনাব সাব্বির আহমদ.সহ সভাপতি মো:সিরাজুল ইসলাম.সহ সাধারন সম্পাদক শেখ খালেদ আহমদ মিনহাজ. সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন.সহ প্রচার সম্পাদক মিসবাহ উদ্দিন. সুমন আহমদ. শিপুল প্রমূখ।
অনুষ্টানে নেতৃবৃন্দ বলেন ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আযহা প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে পবিত্র ঈদুল আযহা থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে যে এত নেয়ামত দান করেছেন তার জন্য সব সময় শুকরিয়া
আদায় করতে হবে.সব ধরনের হিংসা বিদ্বেষ লোভ
লালসা স্বার্থপরতা পরিত্যাগ করে দ্বীনের খেদমতে
নিজেকে উৎসর্গ করতে হবে,এবং বর্তমান বিশ্বে সকল
ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্বে সজাগ থাকতে
হবে ,পরিশেষে সভাপতির দোয়ার মাধ্যমে অনুস্টানের
সমাপ্তি হয়।