Talamij news 24:: গত ১৯ই সেপ্টেম্বর ২০১৬ ইং সমবার আনজুমান আল ইসলাহ স্পেন,মাদ্রিদের উদ্দ্যোগে শাহজালাল লতিফিয়া ফুলতলী জামে মসজিদে এক ঈদ পুনর্মিলনী অনুষ্টানের আয়োজন করা হয়,মাও:খলিলুর রহমানের সভাপতিত্বে ও এম: আবুল কালাম (শিবলু) এর উপস্থাপনায় অনুষ্টানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রচার সম্পাদক মো:আতিকুর রহমান,অনুষ্টানে নজরুল ইসলাম এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মো:মাহবুবর রহমান,মাও:আজমল হোসেন,মাও:মুজিবুর রহমান,মো:খলিলুর রহমান,মো:নাজমুল হোসেন মো:আলামিন প্রমূখ। অনুষ্টানে নেতৃবৃন্দ বলেন ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আযহা প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে পবিত্র ঈদুল আযহা থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে যে এত নেয়ামত দান করেছেন তার জন্য সব সময় শুকরিয়া আদায় করতে হবে.সব ধরনের হিংসা বিদ্বেষ লোভ লালসা স্বার্থপরতা পরিত্যাগ করে দ্বীনের খেদমতে নিজেকে উৎসর্গ করতে হবে,এবং বর্তমান বিশ্বে সকল ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্বে সজাগ থাকতে হবে ,পরিশেষে মাও:মুজিবুর রহমান এর দোয়ার মাধ্যমে অনুস্টানের সমাপ্তি হয়।