এস এম এ রাশেদ :
আজ (০৭-১০-২০১৬) ইং বাদ জুহর কলিমাবাদ (মধ্য)জামে মসজিদে কমিটি গঠনের লক্ষে এক সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন তালামীযের সহ সভাপতি জায়েদ খাঁন,সহকারি নির্বাচন কমিশনার হিসেবে উপস্তিত ছিলেন ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ বাবলু  আহমদ। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি জোনের প্রচার সম্পাদক নাইম হোসেন,ভাটেরা ইউনিয়ন তালামীযের প্রচার সম্পাদক শাহ আব্দুল মজিদ রাশেদ,মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী তজমুল আলী,সাধারণ সম্পাদক আখলু মিয়া, ভাটেরা কলেজ তালামীযের নব নির্বাচিত সভাপতি আশরাফ আহমদ সাব্বির, সাধারণ সম্পাদক জাহাংগীর হোসেন সেজু,প্রমুখ।

সভায় সর্বসম্মতি ক্রমে ২০১৬-১৭ সেশনের জন্য জাহাংগীর আলম সিদ্দেকী কে সভাপতি,মোঃ রবিন আহমদ কে সাধারণ সম্পাদক এবং জুনেদ আহমদ কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top