কাওছার আহমদ জুয়েলঃ দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের করিমপুর গ্রামে আনিলগঞ্জ বাজার মসজিদের সভাপতি, আল ইসলাহ কর্মি, জনাব দিলু মিয়া সাহেব কয়েকদিন পূর্বেএকটি প্রস্তাব রাখেন আনিলগঞ্জ বাজার মসজিদ কমিটির কাছে যে, মসজিদে প্রতি মাসে একটি খানকাহ মাহফিল করার জন্যে। হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র, বড় ছাহেব কিবলার জামাতা, জালালপুর জালালিয়া সিনিয়র ফাযিল মাদরাসার প্রিন্সিপ্যাল, হযরত মাওলানা জফর উদ্দিন মোহাম্মদ আব্দুল মুনইম মঞ্জলালী ছাহেব সেই খানকাহ পরিচালনা করবেন এ প্রস্তাব ও তিনি রাখেন। কিন্তু স্থানীয় কওমি পন্থী কিছু ক্যাডার মাওলানারা সেখানে বাধা সৃষ্টি করে, পরে দিলু মিয়া সাহেব উনার বাড়ীতে সেই খানকাহ মাহফিলের প্রস্তুতি নেন, তাকে সেই কওমি ক্যাডাররা হুমকি দেয় যে তার বাড়ীতেও খানকাহ হতে দিবে না। করিমপুর তালামীযে ইসলামিয়া আঞ্চলিক শাখা জালালপুর ইউনিয়ন তালামীযকে বিষয়টি অভিহিত করলে জালালপুর ইউনিয়ন আল ইসলাহ এবং তালামীয ও এর আঞ্চলিক শাখাগুলোর প্রায় আড়াইশতাধিক কর্মিবৃন্দের ঢল নামে দিলু মিয়া সাহেবের বাড়ীর আজকের খানকাহ মাহফিলে।
কিন্তু কওমি ক্যাডার রা লেজ গুটিয়ে বসে থাকল ময়দানে না এসে। কওমি অধ্যুষিত এলাকায় সিলসিলায়ে ফুলতলীর স্লগান আর তালামীয এর স্লগান এবং মুকিতিয়া কালচারাল ফোরামের শিল্পিবৃন্দের নাতে রাসূল ও শানে আওলিয়ায় মুখরিত হয়ে উঠে সমস্ত করিমপুর অঞ্চল।
উক্ত খানকাহ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র, বড় ছাহেব কিবলার জামাতা, জালালপুর জালালিয়া সিনিয়র ফাযিল মাদরাসার প্রিন্সিপ্যাল, হযরত মাওলানা জফর উদ্দিন মোহাম্মদ আব্দুল মুনইম মঞ্জলালী ছাহেব।
প্রধান বক্তাঃ সিলেট জেলা আল ইসলাহ'র নেতা, কাদিপুর জামে মসজিদের ইমাম ও খতিব, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব।
বিশেষ অতিথিঃ জালালপুর তালামীয এর সাবেক সভাপতি, বিরাহিমপুর জামে মসজিদের ইমাম, মাওলানা আশিক আলী সাহেব এবং দক্ষিণ সুরমা আল ইসলাহ এর সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদিন সাহেব।