স্টাফ রিপোর্টার :উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ)  এর হাতেগড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলার আওতাধীন সদর জায়ফরনগর ইউনিয়ন তালামীযের অভিষেক অনুষ্টান আজ ০৭ অক্টোবর শুক্রবার সকাল ৯:৩০ মিনিটের সময় জায়ফরনগর উচ্চ বিদ্যালয়  হলরুমে অনুষ্টিত হয়।
শাখা সভাপতি আবু সাঈদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইদুল ইসলামের পরিচালনায়
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান মৌলভীবাজার জেলা তালামীযের সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জুড়ী উপজেলা তালামীযের মুহতারাম সভাপতি এম এ মকসুদ জুনেদ তিনি বলেন- পৃথিবীর যে স্থানে ওলি আউলিয়াদের কদম পড়েনি সেখানে বেশিদিন ইসলামের রাজত্ব থাকেনা
যেমন স্পেনে এক সময় মুসলিম শাসণ ব্যবস্থা ছিল কিন্তু ধীরে ধীরে তা বিলিন হয়ে যায় তার একটাঈ কারন যে সেখানে ওলী আউলিয়াদের কদম পড়েনি
তাই আমাদের ওলী আউলিয়াদের পথ ধরে চলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন জুড়ী উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক এম কামরুল ইসলাম
জুড়ী উপজেলা তালামীযের প্রচার সম্পাদক এইচ এম জামাদুল ইসলাম।

শাখার সহ সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে আরো বক্তব্য রাখেন জুড়ী উপজেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক মিজানুর রহমান পাভেল, সদস্য সেবুল আহমদ,
ইউনিয়ন তালামীযের সহ সভাপতি তারেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাঃ নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক ফখরুল ইসলাম জাকির, প্রশিক্ষণ সম্পাদক হাঃ রেদ্বওয়ান আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক কাওছার আহমদ জোসেফ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বদরুল ইসলাম, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাব্বির আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামির আহমদ
সদস্য -হাঃ আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ আল মামুল,আবুল হোসেন রাকিম,শাহান আহমদ প্রমুখ।
 
Top