হুসাইনী চেতনায় উজ্জিবীত হয়ে তালামীয কর্মিদের কাজ করতে হবে।* ......মুহাম্মদ মুহিবুর রহমান
তালামীয নিউজ :
জামানার মুজাদ্দিদ, উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা
হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব
কিবলাহ ফুলতলী (রহ.)-এর হাতেগড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার যৌথ প্রশিক্ষণ কর্মশালা ০৬/১০/১৬ ইং বৃহস্পতি বার সুনামগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ মুহিবুর রহমান বলেছেন, তালামীয কর্মিদের আত্মত্যাগী হয়ে ও আল্লামা ফুলতলী রাহ. এর আদর্শে আদর্শিত হয়ে তালামীয কর্মিদের কাজ করতে হবে, তারা সকল প্রকার বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা হুসাইন( রাহ.) উত্তরসূরী হিসেবে আল্লাহর দিন এ জমিনে প্রতিষ্ঠার জন্যে নিরলস ভাবে কাজ করতে হবে, পত্যেক দায়িত্বশীলদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে সংগঠনের জন্যে, তবেই সংগঠনকে আরোও দ্রুত গতিশীল করা যাবে। সদর উপজেলার
সভাপতি কাজী মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে ও বিশ্বম্ভরপুর উপজেলার সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান জুনেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- সুনামগঞ্জ জেলা আল- ইসলাহ এর সভাপতি- মাও: আবু তাহির মুহাম্মাদ খালিদ সাহেব, প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন, শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক, মুহিবুর রহমান আখতার, উক্ত প্রশিক্ষণ কমর্শালায় আরো উপস্হিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আল- ইসলাহ এর সাংগঠনিক সম্পাদক- মাও: শামছুল হুদা সাহেব, রতারগাও দাখিল মাদরাসার সুপার, ছিদ্দিকুর রহমান,সুনামগঞ্জ আল- ইসলাহ এর অফিস সম্পাদক - আমীন উদ্দীন আমীন,সুনামগঞ্জ জেলা তালামীয এর সাবেক সহ- সভাপতি নাজমুল হুদা মিসবাহ, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক - মোহাম্মদ বদরুজ্জামান ছাদিক, সাংগঠনিক সম্পাদক- কবি ছালিক আহমদ সুমন, অফিস সম্পাদক- নুর হুসেন, শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক- মুহামিনুল হক, বিশ্বম্ভরপুর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ছাতক দক্ষিণ এর সাংগঠনিক সম্পাদক-আবু হেমা মোহাম্মদ ইয়াছিন সহ উপজেলা এবং ইউ. পি এর নেতৃবৃন্দ।