দক্ষিন সুরমা প্রতিনিধি :
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা উপজেলার আওতাভুক্ত ৭ নং জালাল পুর ইউনিয়ন শাখার ২০১৬/১৭ সেশনের কাউন্সিল গত কাল বৃহস্পতিবার ৬ অক্টোবর১৬ বিকেলে জালাল পুর কার্যালয় জালাল পুর ইউ/পি সভাপতি দিলওয়ার হোসেনের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক হাফিয খসরুজ্জামানের পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সভাপতি এইচ এম খালেদ আহমদ,সহযোগী নির্বাচন কমিশনার হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সাধারন সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন পাশা,প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহ সভাপতি হাফিয ফয়ছল আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আল ইসলাহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক,দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন,দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সাবেক প্রচার সম্পাদক মাওলানা আশিক আলী,এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম,দক্ষিণ সুরমা পূর্ব উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক হাফিয ফয়ছল আহমদ,জালাপুর ইউ/পি তালামীযের সাবেক সভাপতি মাওলানা আব্দুশ শহিদ, মোগলা বাজার ইউ/পি আল ইসলাহ নেতা মাওলানা আব্দুর নুর,প্রমুখ।
কাউন্সিলে সবার সম্মতিক্রমে মাহবুর রহমান কে সভাপতি ও খসরুজ্জামান কে সাধারণ সম্পাদক ও আব্দুল মুহিত জানু কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য কমিটি গঠন করা হয়।
হোম
»
ইউনিয়ন তালামীয
» জালাল পুর ইউ/পি তালামীযের কাউন্সিল সম্পন্ন-মাহবুব--সভাপতি --খসরু--সাধারণ সম্পাদক