'জাবালুত তারিক' বা তারিকের
পাহাড় । হ্যাঁ এটিই এখন জিব্রাল্টার ।
ইতিহাস বিকৃতিকারীরা এই জাবালুত
তারিককেই জিব্রাল্টার নামকরণ
করেছে । এই জাবাল বা পাহাড়েই
স্পেন বিজয়ী তারিক বিন যিয়াদ তার
সৈন্যদের সমাবেশ ঘটিয়েছিলেন ।
পেছনে সমুদ্র সামনে শত্রুবাহিনী ।
তারিক যে জাহাজে করে সৈন্য
সামন্ত নিয়ে এসেছিলেন সে
জাহাজগুলো জ্বালিয়ে দিলেন ।
সৈন্য-সেনারা হতভম্ব হয়ে গেলেন এসব
কী হলো ভেবে। এক জ্বালাময়ী ভাষণ
দিলেন তারিক বিন যিয়াদ।
বললেলেন আমাদের সামনে
শত্রুবাহিনী পেছনে সমুদ্র। আমরা
ফিরে যেতে আসিনি। এসেছি হয়
স্পেন বিজয় করবো নয়তো জিহাদ করতে
করতে শাহাদাত বরণ করবো।
হয়েছিলোও তাই। স্পেন মুসলমানদের
জন্য বিজয়ের দ্বার খুুলে দিয়েছিল ।
কালের পরিক্রমায় উত্থান-পতনের মধ্য
দিয়েও সেখানে মুসলমানরা
নিজেদের দ্বীন ধর্ম, মুসলমানিত্ব
নিয়ে বসবাস করছেন ।
এই স্পেনের রাজধানী বার্সেলোনায়
লতিফিয়া ফুলতলী জামে মসজিদ
প্রতিষ্ঠিত হয়েছে। তারিকের শহরে
সাংগঠনিক সফরে অবস্থান করছেন
সিলসিলা ইসলামিক সোসাইটি
ইউকের পরিচালক ও সাপ্তাহিক পূর্বদিক
পত্রিকার প্রকাশক আলহাজ্ব হাফিয
সাব্বির আহমদ । তিনি স্থানীয় বিমান
বন্দরে পৌছলে আল ইসলাহর
দায়িত্বশীলরা তাকে বরণ করে নেন।
আলহামদুলিল্লাহ। এই মহান নেতাকে
সেখানে পেয়ে আরো উজ্জীতি হবেন
আমাদের কর্মী ভাইরা।
হোম
»
আন্তর্জাতিক
» তারিক বিন যিয়াদের দেশে সিলসিলা ইসলামিক সোসাইটি
ইউকের পরিচালক আলহাজ্ব হাফিয
সাব্বির আহমদ ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook