মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদে অাক্বসায় অাযান বন্ধ ও নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি বাহিনির হত্যাযজ্ঞের প্রতিবাদে অাজ ২৬ জুলাই বুধবার বিকালে বিক্ষোভ মিছিল বের করে। উপমহাদেশর প্রখ্যাত ওলিয়ে কামিল অাল্লামা ফুলতলী সাহেব ক্বিবলা রহঃ এর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ অানজুমানে তালামীযে ইসলামিয়া বিয়ানিবাজার উপজেলা।মিছিলটি বিয়ানিবাজার উপজেলার প্রধান সড়ক সমূহে প্রদক্ষিন করে এবং পথসভা অনুস্টিত হয়।পথ সভায় উপজেলার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুস ছামাদ এর পরিচালনায়,সভাপতিত্ব করেন উপজেলা তালামিযের সভাপতি মোঃআলি হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিথ ছিলেন আব্দুল বাছিত জবলু সহ-সভাপতি সিলেট পূর্ব জেলা তালামিয, বিশেষ অতিথি হাঃ গউছ উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক বিয়ানিবাজার উপজেলা আল ইসলাহ,হাফিজ আমিনুল ইসলাম সহ-সভাপতি আঞ্জুমানে আল ইসলাহ ইতালি মিলান শাখা,হাফিজ তাজুল ইসলাম সাধারণ সম্পাদক লতিফিয়া কারী সোসাইটি বিয়ানিবাজার উপজেলা,মোঃমাছুম আহমদ সাবেক সভাপতি বড়লেখা উপজেলা তালামিয,হাফিজ রাসেল আহমদ সাবেক সহ-সভাপতি বিয়ানিবাজার উপজেলা তালামীয।আরোও উপস্তিথ ছিলেন বিয়ানিবাজার উপজেলা শাখার সহ-সভাপতি মোঃহিফজুল হোসেন,সহ-সাধারণ সম্পাদক মোঃহুমায়ূন রশীদ,সাংগঠনিক সম্পাদক মোঃনিজামুল ইসলাম,প্রচার সম্পাদক মোঃআব্দুল মাজিদ,অফিস সম্পাদক মোঃজাবেদ আহমদ,সহ-অফিস সম্পাদক মোঃমুহিবুর রহমান,প্রশিক্ষণ সম্পাদক খলকুর রহমান,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছিদ্দিকুর রহমান,সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কামিল আহমেদ,সদস্য শিব্বির আহমদ,আতিক আহমদ,আছলম আহমদ,শাহেদ আহমদ,আবু মুজাহিদ,আকমল হোসেন সহ  ইউনিয়ন-ওয়ার্ড,মাদ্রাসা-স্কুল-কলেজ শাখার নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top