তালামীয নিউজ ২৪;
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া  মৌলভীবাজার সদর
উপজেলা শাখার পক্ষ থেকে দাখিল ও এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি
ছাত্রদের সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ ১৪ জুন মৌলভীবাজার শহরস্থ জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানে সদর উপজেলা তালামীযের সভাপতি রাজন আহমদের সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব্ হাফিজ আলাউর রহমান টিপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক সভাপতি
মাওলানা শফিকুল আলম সুহেল, জেলা তালামীযের সভাপতি জায়েদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কামরান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি
আলহাজ্ব হাফিজ আলাউর রহমান টিপু বলেন মাধ্যমিক শিক্ষা শেষ করে ছাত্ররা এখন কলেজ, মাদ্রাসায় পদার্পন করবে , তিনি সকলকে সূ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বলেন । তিনি বলেন এখনকার সময়ে অনেক শিক্ষিত মানুষকে
দেখলে মনে হয় এরা চরম পর্যায়ের
বেয়াদব। তিনি সকলকে এদের কাছ থেকে দুরে থাকার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে জেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা শফিকুল আলম সুহেল বলেন, বর্তমানে ফুলতলী মসলকের মানুষরা সবজায়গায়
ইসলামের খেদমত করে যাচ্ছে, তিনি বলেন রামাদ্বান মাসে সারা দেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের  মাধ্যমে শুদ্ধভাবে কোরআন পাঠের ব্যাবস্থা করা হয়েছে। তিনি জানান বর্তমানে দারুল কিরাতের মোট
শাখা প্রায় ২১০০ এবং ছাত্র ছাত্রীদের সংখ্যা চার লক্ষাধিক।
জেলা সভাপতি জায়েদ আহমদ চৌধুরী সংবর্ধিত কৃতি ছাত্রদের ভালোভাবে পড়ালেখা করে মানবিক যোগ্যতা বিকাশ করার পাশাপাশি দেশ জাতির জন্য নিজেকে আত্মনিয়োগ করার আহবান জানান।
উপজেলা সাধারণ সম্পাদক জাহিদুর রহমান’র পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক সভাপতি মুস্তফা হাসান, ঢাকা মহানগর তালামীযের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা তালামীযের অফিস সম্পাদক কাদির আল হাসান, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তালামীযের প্রশিক্ষন সম্পাদক হাফিজ মনজুরুল করিম
মহসিন , মৌলভীবাজার সরকারি কলেজ সভাপতি শফিউল আলম জুবেল,  মাদ্রাসা তালামীযের সাধারণ সম্পাদক আফসার
ইবনে রহিম, মুজিব আযহার, আলি রাব্বি রতন ,আশিক আহমদ, ফজলুর রহমান,। উপস্থিত ছিলেন জেলা তালামীযের অর্থ সম্পাদক মুজাহিদ আহমদ, শহর তালামীযের আহবায়ক মাহমুদ আলী, সদস্য সচিব আবু জাফর রিপন, হাফিজ জামাল আহমদ, কাওছার রহমান, রাফি চৌধুরী, হাফিজ ফেরদৌস আহমদ, ইয়াছিন আরাফাত, প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top