বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া
সুনামগনজ জেলা শাখা কর্তৃক ঈদ পুনর্মিলনী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ
আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক
কেন্দ্রীয় সহ-শিংক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক
আবুল ফজল মোঃ ত্বোহা একথা বলেন। তিনি
আরো বলেন আল্লামা ছাহেব কিবলা ফুলতলী
রহ.'র আদর্শে আদর্শিত তালামীযের কর্মীরা
জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না। দেশ ও সমাজের
শত্রু এসব উগ্রপন্থী দলের সাথে তালামীযে
ইসলামিয়ার কোনো সদস্যের সম্পর্ক নেই।
জেলা তালামীযের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা
মুহিবুর রহমান আখতার-এর সভাপতিত্বে,
সাধারণ সম্পাদক হাঃ রফিকুল ইসলাম
তালুকদার ও সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান
ছাদিক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত
করেন জগন্নাথপুর পশ্চিম উপজেলা
তালামীযের সভাপতি হাঃ আব্দুর রশিদ। অনুষ্ঠানে
বক্তব্য রাখেন- জেলা তালামীযের প্রচার সম্পাদক
ছালেক আহমদ সুমন, অর্থ সম্পাদক
হাঃ শাহিন আহমদ, সহ-অফিস সম্পাদক
মোঃ আব্দুল কাইয়ুম, প্রশিক্ষণ সম্পাদক
মোঃ নুর হোসেন, তথ্য ও প্রযুক্তি
সম্পাদক তাজ উদ্দীন আহমদ হাসান
দক্ষিণ সুনামগনজ উপজেলা
তালামীযের সভাপতি হাঃ মাজেদুল ইসলাম,
প্রশিক্ষণ সম্পাদক রমিজ আলী ও ছাতক
উত্তর উপজেলা তালামীযের সভাপতি আব্দুল
মতিন রাজন প্রমুখ।