তালামীয নিউজ ২৪ঃ
সিলেটের অন্যতম বিদ্যাপিঠ ফেঞ্চুগঞ্জ ডিগ্রী
(অনার্স) কলেজের নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরন
অনুষ্ঠান ১০ জুন রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রতিবারের মত এবারও নবাগত ছাত্র ছাত্রীদের বরন
করে নেয় ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ তালামীযের
নেতৃবৃন্দরা।
তারা বলেন আদর্শ সমাজ ও রাষ্ট্র বিনির্মানে তালামীযে ইসলামিয়া
কাজ করে যাচ্ছে। আদর্শ নাগরিক বাস্তবায়নে তালামীযের
গুরুত্ব অপরিসীম।তালামীযে ইসলামিয়া ছাত্রদেরকে মেধাবী
হতে সাহায্য করে।
অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ তালামীযের সভাপতি
শাহজাহান উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তৌফিকুল ইসলাম
পুলক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট পুর্ব জেলা
তালামীযের সহ-সভাপতি সাইফুর রহমান চৌধুরী শিপু, সাধারণ সম্পাদক
আব্দুল খালিক রুহিল শাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের
সহ-সভাপতি মুহাম্মদ জায়েদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিয সাইফুর
রহমান সজিব, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ তালামীযের সহ-
সাধারণ সম্পাদক মুহাম্মদ সাঈদ আলি, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিলুর
রহমান জুয়েল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন ফেঞ্চুগঞ্জ
উপজেলা তালামীযের অর্থ সম্পাদক হাফিয হুসাইন আহমদ, ৪ নং
উত্তর কুশিয়ারা ইউনিয়ন সভাপতি হাফিয রেজাউল করিম, ২ নং মাইজগাও
ইউনিয়ন শাখার সাবেক সভাপতি হাফিজুল ইসলাম কুদ্দুছ, আজিজুর রহমান
লিমন, জাকির হুসেন, ইকবাল আহমেদ, আফরাইম ফাহাদ, এহসানুল করিম
রাহি, হাফিয সাহেদ আহমদ, ফয়জুল ইসলাম এপলু, ইব্রাহীম আলি,
শরিফ আহমদ, ছুফিয়ান আহমদ, দিপু হুসেন, রিয়াজুল ইসলাম, মারুফ
আহমেদ, প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ও শেষ পর্যায়ে নবাগত ছাত্র ছাত্রীদের
মিছিলে মিছিলে স্বাগত জানান কলেজ তালামীযের
নেতাকর্মীরা।