তালামীয নিউজ২৪ঃঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, ১নং লামাকাজী ইউ/পি শাখার আওতাধীন আকিল পুর আঞ্চলিক শাখার ২০১৬-১৭ সেশনের
কাউন্সিল গতকাল বাদ আসর শাখার কার্যালয়ে সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে,ও সাধারন সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত হয়,
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,শাবি
প্রবি তালামীযের সহ সভাপতি কবির আহমদ,
প্রধান নির্বাচন কমিশনারের দায়ীত্ব পালন করেন,বিশ্বনাথ (উত্তর) উপজেলার সভাপতি শাহীনুর আমিন,
বক্তব্য রাখেন,বিশ্বনাথ উত্তর উপজেলার
সাধারন সম্পাদক হাঃ কুতুব আল ফরহাদ, লামাকাজী ইউ/পি সভাপতি বিলাল আহমদ,

সভায় সর্ব সম্মতিক্রমে জাহেদৃজ্জামান সুমেন কে
সভাপতি ও হাঃ নূরুল ইসলাম কে সাধারন সম্পাদক করে ২৮ সদস্য
বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
 
Top