তালামীয নিউজ :
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দিয় অফিস সম্পাদক মাও: আতাউর রহহমান বলেছেন কারবালার মর্মান্তিক ঘটনা মুমিন অন্তরে ত্যাগের শিক্ষা দিয়ে যায়।পাপিষ্ঠ এজিদের একনায়কতন্তের বিরূদ্ধে ইমাম হূসাইন (র:) যে অনুপম দৃষ্টান্ত রেখে গেছেন তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।তালামীয কর্মীদের ইমাম হূসাইন (র:) ঈমানি চেতনা নিয়ে অন্যায়ের বিরূদ্ধে জোড়ালো ভূমিকা পালন করতে হবে। তিনি গতকাল শুক্রবার বেলা ২ ঘটিকার সময় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এম,সি কলেজ শাখার আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শেখ শফি উদ্দিনের সভাপতিত্বে ও মাহবুবুল হাসান জুয়েলের উপস্হাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার সাবেক সভাপতি মাও: বেলাল আহমদ, আরও বক্তব্য রাখেন কেন্দ্রী সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হূমায়ুনুর রহমান লেখন, সিলেট মহানগরী সংগ্রামী সভাপতি এনাম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ। অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন এম,সি কলেজ তালামীযের সহ সভাপতি আহমদ শরীফ,  মুজিবুর রহমান, নজরুল ইসলাম,,প্রশিক্ষণ সম্পাদক শামসুল ইসলাম সাদিক, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম,আফরূজ্জামান, কামরূল ইসলাম,রাসেল আহমদ, শুয়েবুর রহমান, রূহূল আমিন, নাঈম আহমদ,বেলাল আহমদ, সাদিকুর রহমান, মাছুম আলম,শাহ্‌ মনোয়ার আলী প্রমুখ।
 
Top