শাবিপ্রবির আশপাশে জঙ্গিরা যেন আস্তানা গড়ে তুলতে না পারে সে ব্যাপারে তালামীযে ইসলামিয়ার কর্মীদের সজাগ থাকতে হবে। - দুলাল আহমদ
তালামীয নিউজ :
শাবিপ্রবি তালামীযের আওতাধীন "বাংলাদেশ
আনজুমানে তালামীযে ইসলামিয়া,পূর্ব বিশ্ববিদ্যালয়
আঞ্চলিক জোন" শাখার বিশেষ প্রশিক্ষণ ও কাউন্সিল
অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রনেতা হাফিজ শাকিল আহমদের সভাপতিত্বে ও
শামিম আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি
হিসেবে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেছেন কেন্দ্রীয়
তালামীযের সহ সাধারণ সম্পাদক ও শাবিপ্রবি
তালামীযের সাবেক সভাপতি ছাত্রনেতা দুলাল আহমদ
তিনি বলেন - জঙ্গিরা নিজেদের সংগঠিত করতে
বিশ্ববিদ্যালয়ের চারপাশের এলাকাগুলোতে আশ্রয়
নিতে পারে।তাই শাবিপ্রবির আশপাশে জঙ্গিরা যেন
আস্তানা গড়ে তুলতে না পারে সে ব্যাপারে তালামীযে
ইসলামিয়ার কর্মীদের সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
মাদ্রাসা-ই দারুসসুন্নাহ আলী বাহার(দুসকি)'র প্রধান
শিক্ষক জনাব হা. মাও. আসাদুজ্জামান সাহেব।
এতে প্রধান কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন
শাবিপ্রবি তালামীযের সভাপতি সংগ্রামী ছাত্রনেতা
মোহাম্মদ নিজামুল ইসলাম আব্বাসী।
এছাড়া আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন
সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোন, তালামীযের
সাধারণ সম্পাদক ময়নুল হক মাহবুব।
সিলেট সদর উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক
আব্দুল মান্নান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবি তালামীযের
সাংগঠনিক সম্পাদক লোকমান মেহদি।