বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৫নং ব্রাহ্মনবাজার ইউনিয়ন শাখার আয়োজনে  মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে ১১ সেপ্টেম্বর সোমমবার  সন্ধ্যা ৭ ঘটিকায়, স্থানীয় ব্রাহ্মণবাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিজুর  পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট   আলেম হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক  প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুস  সিদ্দিকী।

বক্তারা মায়ানমারে মুসলিম গণহত্যার দায়ে মায়ানমার সরকারের প্রতি নিন্দা জানিয়ে, অবিলম্বে তা বন্দের দাবি জানান।

বক্তারা আরো বলেন, মায়ানমারের সামরিক জান্তা সরকার নির্বিচারে  মানুষ হত্যা করছে যা মানবাধিকার লঙ্গন।

এব্যাপারে তারা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংগঠনগুলুর হস্তক্ষেপ কামনা করে অং সাং সুচির নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি জানান।

এবং বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বিশ্বে কুটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রুহিঙ্গাদেরকে তাদের দেশে পূনর্বাসনের দাবি জানান।

এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আল ইসলাহের যুগ্ম সাধারন সম্পাদক এহসানুল মাহবুব জাকির। ব্রাহ্মণবাজার ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমেদ। ব্রাহ্মণবাজার ইউনিয়ন আল ইসলাহের সাধারন সম্পাদক এম এ শহীদ। উপজেলা তালামীযের সিনিয়র সহ সভাপতি আশরাফুল ইসলাম আবুল। সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু। রক্তদান সামাজিক সংগঠের সভাপতি আব্দুল মুকিত। আতিয়া চা বাগানের পরিচালক আবু নাইম মিছবাহ।ব্রাহ্মণবাজার ইউনিয়ন তালামীযের সহ সভাপতি মো: এমদাদুল হক সহ প্রমুখ।

এতে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম, শিক্ষক ছাত্র- সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে প্রবীন আলেম আব্দুল কুদ্দুস সিদ্দিকি সাহেবের দোয়ার মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনার মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top