কক্সবাজারে আগত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উদ্যোগে বুধবার ও বৃহস্পতিবার দু’দিনে কয়েক হাজার টন বস্ত্র সংগ্রহ করেছে। আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গত মঙ্গলবার রোহিঙ্গাদের জন্য কাপড় সংগ্রহ করার কর্মসূচি ঘোষণা করেন। তালামীযের ডাকে সিলেট বিভাগসহ বিভিন্ন অঞ্চলের মানুষ এ কর্মসূচিতে সারা দিয়ে নতুন ও পুরাতন কাপড় দান করেন। জানা যায়, আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া গত চার দিনে কক্সবাজারে আগত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এ সময় তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রোহিঙ্গা ক্যাম্পে মানুষের মানবেতর জীবন যাপন দেখেন। খাদ্যের পাশাপাশি অভাব দেখা দিয়েছে কাপড়ের। এ করুণ দৃশ্য দেখে কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী গত মঙ্গলবার কাপড় সংগ্রহের কর্মসূচি ঘোষণা করেন। স্থানীয় আল ইসলাহ তালামীয ও লাতিফিয়া কারী সোসাইটির নেতাকর্মী ও ফুলতলী ছাহেবের মুরিদানসহ সর্বস্তরের মুসলমান দান করার পাশাপাশি তা সংগ্রহ করে তালামীয আল ইসলাহ নেতৃবৃন্দের কাছে জমা দেন। ইতিমধ্যে সিলেট সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিলা মাদরাসায় তা জমা হয়েছে। শিগগিরই তালামীযে ইসলামিয়ার আরেকটি প্রতিনিধিদলের মাধ্যমে বস্ত্র সামগ্রী কক্সবাজারে পৌঁছানো হবে। এদিকে কক্সবাজারে আগত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ৪ দিনের ত্রাণ ও নগদ অর্থ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১০ই সেপ্টেম্বর রোববার থেকে এ কর্মসূচি চলে ১৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। এতে অসহায় মজলুম রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার প্রধান উপদেষ্টা হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। ১০ই সেপ্টেম্বর এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি কক্সবাজারের উখিয়া, কুতুপালং ও টেকনাফসহ বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নগদ অর্থ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয়দান ও পুনর্বাসনের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে। তবে এসব অসহায় ক্ষুধার্ত মানুষের অন্ন বস্ত্রের সংস্থান করার দায়িত্ব আমাদের সবার। আল্লামা হুছামুদ্দীন ফুলতলীর নেতৃত্বে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার একটি প্রতিনিধিদলও ত্রাণ কার্যক্রমে অংশ নেয়। প্রতিনিধি দলে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী, আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মুসলিম হ্যান্ডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাওলানা গুফরান আহমদ চৌধুরী, আনজুমানে আল ইসলাহর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজীর উদ্দীন পাশা, নজীর আহমদ হেলাল, মাওলানা বেলাল আহমদ, সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা নুমান আহমদ, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান এবং কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিয কাওছার আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন। পুরো ত্রাণ কার্যক্রমে প্রায় কোটি টাকা নগদ বিতরণ করা হয়। তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী বলেন, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ৪ দিনের ত্রাণ ও নগদ অর্থ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। দু’দিনব্যাপী কর্মসূচিতে তালামীযে ইসলামিয়ার কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে বস্ত্রাদি সংগ্রহ করেন। অসহায় মানুষদের জন্য বিভিন্ন জেলা ও উপজেলার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে কয়েক হাজার টন নতুন ও পুরাতন কাপড় দান করেন। ইতিমধ্যে সিলেট সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিলা মাদরাসায় জমা হয়েছে। শিগগিরই তালামীযে ইসলামিয়ার আরেকটি প্রতিনিধিদলের মাধ্যমে বস্ত্র সামগ্রী কক্সবাজারে পৌঁছানো হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook